আর শুধু এগিয়ে নয়, দেখে নিন ইতিমধ্যেই কারা জিতে গেলেন

একের পর এক আসন থেকে জয়ের খবর আসতে শুরু করেছে। রাজ্যে দ্বিতীয়বারের জন্য সরকার গড়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর কে এগিয়ে বা কে পিছিয়ে রয়েছেন নয়, দেখে নিন ইতিমধ্যেই কে কে জিতে গেলেন।

Updated By: May 19, 2016, 03:53 PM IST
আর শুধু এগিয়ে নয়, দেখে নিন ইতিমধ্যেই কারা জিতে গেলেন

ওয়েব ডেস্ক: একের পর এক আসন থেকে জয়ের খবর আসতে শুরু করেছে। রাজ্যে দ্বিতীয়বারের জন্য সরকার গড়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর কে এগিয়ে বা কে পিছিয়ে রয়েছেন নয়, দেখে নিন ইতিমধ্যেই কে কে জিতে গেলেন।

ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়।

রায়দিঘি থেকে দেবশ্রী রায়।

বারাসত থেকে চিরঞ্জিত্‌ চক্রবর্তী।

চৌরঙ্গী কেন্দ্র থেকে নয়না বন্দ্যোপাধ্যায়।

শ্যামপুকুর থেকে থেকে শশী পাঁজা।

ডোমজুড় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়।

আরামবাগ থেকে কৃষ্ণচন্দ্র সাঁতরা।

নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী।

আসানসোল উত্তর থেকে মলয় ঘটক।

শালবনি থেকে শ্রীকান্ত মাহাত।

গড়বেতা থেকে আশিস চক্রবর্তী।

কৃষ্ণগঞ্জ থেকে সত্যজিত্‌ বিশ্বাস।

ধনেখালি থেকে অসীমা পাত্র।

নয়াগ্রাম থেকে দুলাল মুর্মু।

যাদবপুর থেকে সুজন চক্রবর্তী। (সিপিএম)

হাওড়া উত্তর থেকে লক্ষ্মীরতন শুক্লা।

বালি থেকে বৈশালি ডালমিয়া।

গোপীবল্লভপুর থেকে চূড়ামণি মাহাত।

ভাট পাড়া থেকে অর্জুন সিং।

কেশপুর থেকে শিউলি সাহা।

তেহট্ট থেকে গৌরিশঙ্কর দত্ত।

গোঘাট থেকে মানস মজুমদার।

রধুনাথপুর থেকে পূর্ণচন্দ্র বাউড়ি।

হলদিয়া থেকে তাপসী মণ্ডল। (বাম)

ময়ূরেশ্বর থেকে অভিজিত্‌ রায়।

মন্দিরবাজার থেকে জয়দেব হালদার।

মধ্য হাওড়া থেকে অরূপ রায়

সুজাপুরে ইশা খান চৌধুরি। (কংগ্রেস)

চুঁচুড়া থেকে অসিত মজুমদার।

পাণিহাটি থেকে নির্মল ঘোষ।

হাওড়া শিবপুর থেকে জটু লাহিড়ি।

সপ্তগ্রাম থেকে তপন দাসগুপ্ত।

এগরা থেকে সমরেশ দাস।

কান্দি থেকে অপূর্ব সরকার।

শান্তিপুর থেকে অরিন্দম ভট্টাচার্য। (কং)

পটাশপুর থেকে জ্যোতির্ময়ী কর।

দমদম উত্তর থেকে তন্ময় ভট্টাচার্য।

পাথরপ্রতিমা থেকে সমীর জানা।

বারুইপুর পশ্চিম থেকে বিমান ব্যানার্জি।

চাঁঁপদানি থেকে আব্দুল মান্নান।

কাটোয়া থেকে রবীন্দ্রনাথ চ্যাটার্জি।

ভগবানপুর থেকে অর্ধেন্দু মাইতি।

মানিকতলা থেকে সাধন পাণ্ডে।

বেলেঘাটা থেকে পরেশ পাল।

চন্দননগর থেকে ইন্দ্রনীল সেন।

সাতগাছিয়া থেকে সোনালি গুহ।

বেহালা পশ্চিম থেকে পার্থ চ্যাটার্জি।

কামারহাটি থেকে মানস মুখার্জি।

পুরশুড়া থেকে এম নুরুজ্জামান।

খানাকূল থেকে ইকবাল আহমেদ।

বিনপুরে খগেন্দ্রনাথ হেমব্রম।

বৈষ্ণবনগর থেকে সাদের হালদার।

তমলুক থেকে অশোক দিন্দা।

লাভপুর থেকে মণিুল ইসলাম।

স্বরূপনগর থেকে বীণা মণ্ডল।

মহিষাদল থেকে সুদর্শন ঘোষদস্তিদার।

নারায়ণগড় থেকে প্রদ্যোত্‌ ঘোষ।

গাইঘাটা থেকে পুলিনবিহারী রায়।

টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাস।

বিষ্ণুপুর থেকে তুষারকান্তি ভট্টাচার্য।

বালুরঘাট থেকে বিশ্বনাথ চৌধুরি।

ভাঙড় থেকে আব্দুল রেজ্জাক মোল্লা।

নদিয়ার করিমপুর থেকে মহুয়া মৈত্র।

 

.