একনজরে ২০১৬ বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় ৫টা চড়াই-উতড়াইয়ের হিসেব

সারদা কেলেঙ্কারির পর ভোটের আগে শাসকদলের অস্বস্তি ফের বাড়িয়েছে নারদা স্টিং অপারেশন ও পোস্তা উড়াপুল বিপর্যয় ঘিরে দুর্নীতির অভিযোগ। সময় যত যাচ্ছে আগামী ৫ বছর বাংলার শাসনভার কার হাতে থাকবে, সেই ছবিটা ক্রমশ প্রকাশ হচ্ছে।

Updated By: May 19, 2016, 11:03 AM IST
একনজরে ২০১৬ বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় ৫টা চড়াই-উতড়াইয়ের হিসেব

ওয়েব ডেস্ক: সারদা কেলেঙ্কারির পর ভোটের আগে শাসকদলের অস্বস্তি ফের বাড়িয়েছে নারদা স্টিং অপারেশন ও পোস্তা উড়াপুল বিপর্যয় ঘিরে দুর্নীতির অভিযোগ। সময় যত যাচ্ছে আগামী ৫ বছর বাংলার শাসনভার কার হাতে থাকবে, সেই ছবিটা ক্রমশ প্রকাশ হচ্ছে।

একনজরে দেখে নিন ২০১৬ বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় ৫টা চড়াই-উতড়াইয়ের হিসেব-

হিসেবমতই ভাটপাড়ায় এগিয়ে অর্জুন সিং। জোড়াসাঁকোয় এগিয়ে বিজেপির রাহুল সিনহা। উড়ালপুল বিপর্যয় কি প্রভাব ফেলল জোড়াসাঁকোর ব্যালটবক্সে?

রায়দিঘিতে এগিয়ে 'রায়বাঘিনী' দেবশ্রী রায়। এই বয়সেও প্রচারে কিন্তু যথেষ্ট গা ঘামিয়েছিলেন কান্তিদা। বিধাননগরে সুজিত বোস এগিয়ে।

আশঙ্কাই সত্যি হল। নারায়ণগড়ে পিছিয়ে সূর্যকান্ত মিশ্র।

শিলিগুড়িতে কী আবার অশোক মডেলের ম্যাজিক? এগিয়ে অশোক ভট্টাচার্য। পিছিয়ে বাইচুং।

হরিপালে বেচারাম মান্না পিছিয়ে। পান্ডুয়ায় পিছিয়ে রহিম নবি।

.