রথের মেলায় সেজে উঠল বাংলা
আজ রথযাত্রা।
ব্যুরো: আজ রথযাত্রা।
মাহেশের রথ
৬১৯ বছরে পা দিল মাহেশের রথ। রথের গায়ে এবার নতুন রংয়ের প্রলেপ। বিকেলে সাড়ে চারটেয় দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। পুরীর পরই দেশজোড়া খ্যাতি মাহেশের রথের। সকাল থেকেই রথ দেখতে জিটি রোডের দুপাশে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। জমজমাট রথের মেলাও।
গুপ্তিপাড়ার রথ
গুপ্তিপাড়ার রাধারমণ জিউয়ের রথের খ্যাতিও রাজ্যজোড়া। এবছর ২৭৫ বছরে পা দিল এই রথ। সম্পূর্ণ কাঠের তৈরি রথের বৈশিষ্ট্য এর নটি চূড়া। রথযাত্রা উপলক্ষ্যে জমজমাট গুপ্তিপাড়া।
কামারপুকুরের রথ
কামারপুকুর মঠ ও মিশনের উদ্যোগে মহাসমারোহে পালিত হল রথযাত্রা। সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষর রেখে মিশনের মহারাজদের সঙ্গে রথ টানলেন গোঘাট দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফরিদ খান।
ইসকনের রথ
রথযাত্রা ঘিরে ভিড় উপচে পড়ছে নদিয়ার মায়াপুরে। ইসকনে রথের দড়িতে টান পড়ে দুপুর আড়াইটে নাগাদ। হাজির ছিলেন জেলার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিনটায় জগন্নাথ বলরাম সুভদ্রা রাজাপুর থেকে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। আগামী সাতদিন এখানেই থাকবেন তাঁরা। তারপর উল্টো রথের দিন তাঁরা ফের ফিরে যাবেন মন্দিরে। রথযাত্রা উপলক্ষ্যে মায়পুরে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের অসংখ্য পুণ্যার্থী।
মদনমোহনের রথ
মদনমোহনের রথ ঘিরে জমজমাট কোচবিহার। বৈরাগী দিঘি থেকে রথে চড়ে মদনমোহন এদিন রওনা দিলেন জলগোঁসাই মন্দিরে। কোচবিহার রাজাদের আমল থেকেই চলে আসছে এই রীতি। বিকেল সাড়ে চারটেয় রথের দড়িতে টান পড়ে। সূচনা হল এবারের রথযাত্রার।
মালবাজারের রথ
রথ ঘিরে জমজমাট মালবাজারও। পুরসভার উদ্যোগে এদিন পথে নামে রথ। গোটা এলাকা পরিক্রমা করেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রা উপলক্ষ্যে রথখোলা ময়দানে বসেছে মেলা। ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। মেলা চলবে রবিবার পর্যন্ত।
বিষ্ণুপুরের রথ
বিষ্ণপুরে স্বামী নারায়ণ মন্দিরের রথের খ্যাতি রয়েছে। বিকেল চারটেয় রথের দড়িতে টান পড়ে। রথযাত্রা উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল বিশেষ পুজো ও আরতির।