জলপাইগুড়িতে আর্ট গ্যালরিতেই বসল বিয়ের আসর!
জলপাইগুড়িতে আর্ট গ্যালরিতেই বসল বিয়ের আসর। গ্যালারির চারুচন্দ্র সান্যাল কক্ষে রীতিমতো কব্জি ডুবিয়ে চলল ভোজসভা। চেটেপুটে খেল সবাই। আর এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় সংস্কৃতিক কর্মীরা। উনিশশো পঁচানব্বই সালে এই আর্ট গ্যালারির উদ্বোধন করেন তত্কালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
ওয়েব ডেস্ক: জলপাইগুড়িতে আর্ট গ্যালরিতেই বসল বিয়ের আসর। গ্যালারির চারুচন্দ্র সান্যাল কক্ষে রীতিমতো কব্জি ডুবিয়ে চলল ভোজসভা। চেটেপুটে খেল সবাই। আর এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় সংস্কৃতিক কর্মীরা। উনিশশো পঁচানব্বই সালে এই আর্ট গ্যালারির উদ্বোধন করেন তত্কালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
পরে দুহাজার তেরো সালে গ্যালারির দায়িত্ব দেওয়া হয় একটি বেসরকারি সংস্থাকে। অভিযোগ, সেই সংস্থারই এক কর্মীর পরিবারকে বিয়ের আসরের জন্য হলটি ব্যবহার করতে দেওয়া হয়। বিষয়টি SJDA-কে জানানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় পুরপিতা। যদিও শধু জানানোই নয়, এই বিষয়ে বেশ ক্ষোভ রয়েছে তাঁদের।