ভোট দিতে এসে কান কাটা গেল তৃণমূল সমর্থকের

  কুলটিতে ভোট দিতে এসে কান কাটা গেল তৃণমূল কর্মীর। শাসক দল তৃণমূলের প্রার্থী সেলিম আখতারের অভিযোগ বিরোধীরা তাঁর দলের কর্মীদের ওপর আক্রমণ করেছে। সেলিম আখতারের অভিযোগ বিরোধী প্রার্থী আখতার হোসেনের নেতৃত্বেই এই হামলা করা হয়েছে। আসানসোলের পুরনির্বাচনে ৬৫ নম্বর ওয়ার্ডে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী।    

Updated By: Oct 3, 2015, 04:11 PM IST
ভোট দিতে এসে কান কাটা গেল তৃণমূল সমর্থকের

ওয়েব ডেস্ক:  কুলটিতে ভোট দিতে এসে কান কাটা গেল তৃণমূল কর্মীর। শাসক দল তৃণমূলের প্রার্থী সেলিম আখতারের অভিযোগ বিরোধীরা তাঁর দলের কর্মীদের ওপর আক্রমণ করেছে। সেলিম আখতারের অভিযোগ বিরোধী প্রার্থী আখতার হোসেনের নেতৃত্বেই এই হামলা করা হয়েছে। আসানসোলের পুরনির্বাচনে ৬৫ নম্বর ওয়ার্ডে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী।    

পুরনির্বাচনে সকাল থেকেই উত্তপ্ত রানিগঞ্জও। চলল গুলি। গুলিবিদ্ধ দুই কংগ্রেস কর্মী। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।    

মুড়ি-মুরকির মতো বোমাবাজি, লাঠি হাতে তাণ্ডব। পুলিসের সামনেই অবাধ লাঠিযুদ্ধ। আঙুল উঁচিয়ে ছবি করতে বাধা। সিপিএমের বুথ অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা মার সিপিএমের।

.