মাওবাদী লিঙ্কম্যান সন্দেহে গ্রামবাসীকে নগ্ন করে নিগ্রহের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মাওবাদী লিঙ্কম্যান সন্দেহে পুরুলিয়ার এক গ্রামবাসীকে তৃণমূল অফিসে তুলে এনে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল। অযোধ্যা পাহাড়ের তিলাগোড়া গ্রামের ওই বাসিন্দার নাম আসারি পাহাড়িয়া। মারধরে অভিযুক্ত জঙ্গলমহল উন্নয়ন বিরোধী প্রতিরোধ কমিটির লোকজন। শাসকদলের মদতেই ওই কমিটি তৈরি হয়েছে বলে অভিযোগ।

Updated By: Sep 26, 2014, 08:38 PM IST
মাওবাদী লিঙ্কম্যান সন্দেহে গ্রামবাসীকে নগ্ন করে নিগ্রহের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পুরুলিয়া: মাওবাদী লিঙ্কম্যান সন্দেহে পুরুলিয়ার এক গ্রামবাসীকে তৃণমূল অফিসে তুলে এনে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল। অযোধ্যা পাহাড়ের তিলাগোড়া গ্রামের ওই বাসিন্দার নাম আসারি পাহাড়িয়া। মারধরে অভিযুক্ত জঙ্গলমহল উন্নয়ন বিরোধী প্রতিরোধ কমিটির লোকজন। শাসকদলের মদতেই ওই কমিটি তৈরি হয়েছে বলে অভিযোগ।

কমিটির ডাকে কাল এলাকায় বাইক মিছিলের পরই ওই গ্রামবাসীকে মারধর করা হয়। জখম আসাড়িকে হাসপাতালে ভর্তি করেনি পু লিস।অভিযোগ, প্রাথমিক চিকিত্‍সার পর গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে তাঁকে ফেলে আসে পুলিস। আতঙ্কে আসারি পাহাড়িয়া সপরিবারে এখনও ঘরবন্দি হয়ে রয়েছেন। এমন ঘটনার কথা জানা নেই বলে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতো

.