রাজ্যে প্রবীণ তোগাড়িয়ার সভার অনুমতি চেয়ে ফের আবেদন ভিএইচপি-র

রাজ্যে প্রবীণ তোগাড়িয়ার সভার অনুমতি চেয়ে ফের আবেদন জানাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্ব। আজ উত্তর দিনাজপুরের জেলাশাসক রণবীর কুমারের কাছে আবেদন জানাতে চলেছেন তাঁরা। আগামী পাঁচই এপ্রিল প্রবীণ তোগাড়িয়ার সভার অনুমতি চাইবেন তাঁরা।

Updated By: Apr 2, 2015, 01:47 PM IST
রাজ্যে প্রবীণ তোগাড়িয়ার সভার অনুমতি চেয়ে ফের আবেদন ভিএইচপি-র

ওয়েব ডেস্ক: রাজ্যে প্রবীণ তোগাড়িয়ার সভার অনুমতি চেয়ে ফের আবেদন জানাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্ব। আজ উত্তর দিনাজপুরের জেলাশাসক রণবীর কুমারের কাছে আবেদন জানাতে চলেছেন তাঁরা। আগামী পাঁচই এপ্রিল প্রবীণ তোগাড়িয়ার সভার অনুমতি চাইবেন তাঁরা।

গতকালই প্রবীণ তোগাড়িয়ার রাজ্যে ঢোকা নিষিদ্ধ করে রাজ্য সরকার। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে স্বরাষ্ট্র দফতর নির্দেশিকা জারি করে। প্রশাসনের বক্তব্য, গোয়েন্দা সূত্রে খবর, ভিএইচপি নেতা রাজ্যে এলে বিঘ্নিত হতে পারে আইন শৃঙ্খলা। আর তাঁর ঢোকা আটকাতেই CRPC-র ১৪৪ ধারা জারি হয়েছে। সেক্ষেত্রে ঢোকার চেষ্টা করলে গ্রেফতারও হতে পারেন তোগাড়িয়া।

.