অভ্যন্তরীণ কোটা চালুর দাবিতে বিশ্বভারতীর পাঠভবনে তালা পড়ুয়াদের, বয়কট বার্ষিক পরীক্ষা

অভ্যন্তরীণ কোটা চালুর দাবিতে বিশ্বভারতীর পাঠভবনে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা। বন্ধ করে দেওয়া হল বার্ষিক পরীক্ষা। আজ থেকেই পরীক্ষা শুরুর কথা ছিল। উচ্চমাধ্যমিক স্তরেও পরীক্ষা বয়কট করেছে ছাত্রছাত্রীরা। মিছিল করে কেন্দ্রীয় ভবনে গিয়েও বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।

Updated By: Dec 5, 2014, 06:13 PM IST
অভ্যন্তরীণ কোটা চালুর দাবিতে বিশ্বভারতীর পাঠভবনে তালা পড়ুয়াদের, বয়কট বার্ষিক পরীক্ষা
Photo courtesy: Ananga Dev Ghosh's Facebook Page

বোলপুর: অভ্যন্তরীণ কোটা চালুর দাবিতে বিশ্বভারতীর পাঠভবনে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা। বন্ধ করে দেওয়া হল বার্ষিক পরীক্ষা। আজ থেকেই পরীক্ষা শুরুর কথা ছিল। উচ্চমাধ্যমিক স্তরেও পরীক্ষা বয়কট করেছে ছাত্রছাত্রীরা। মিছিল করে কেন্দ্রীয় ভবনে গিয়েও বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।

বিশ্বভারতীর ইন্টারন্যাল কোটা তুলে দেওয়ার প্রতিবাদে কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের ঢোকার পথেও বিক্ষোভ দেখানো হয়। পথ অবরোধ করেন পড়ুয়ারা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুনিয়র পড়ুয়াদের 'প্ররোচনা' দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হয় ৭ সিনিয়র ছাত্রকে। সাসপেন্ড হওয়া পড়ুয়ারা কেউ এমএসসি কেমিস্ট্রি, কেউ আবার ইকনমিক্স কিংবা বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।

.