কলেজ নির্বাচনে রণক্ষেত্র মাথাভাঙ্গা কলেজ
কলেজ নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মাথাভাঙ্গা কলেজ। আজ ছিল মনোনয়নপত্র তোলার দিন। মনোনয়নপত্র তোলার প্রথম দিনই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষ। একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। দুপক্ষের মধ্যে চলে ইট ছোড়াছুড়ি। পুলিসের সমানেই লাঠি হাতে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী।
ওয়েব ডেস্ক: কলেজ নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মাথাভাঙ্গা কলেজ। আজ ছিল মনোনয়নপত্র তোলার দিন। মনোনয়নপত্র তোলার প্রথম দিনই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষ। একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। দুপক্ষের মধ্যে চলে ইট ছোড়াছুড়ি। পুলিসের সমানেই লাঠি হাতে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী।
আরও পড়ুন- দলীয় পতাকা তোলা নিয়ে গণ্ডগোল, পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধর
কোচবিহারের এবিএন শীল কলেজেও সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। এক গোষ্ঠী অপরগোষ্ঠীর বিরুদ্ধে ছাত্র অপরহণের অভিযোগও এনেছে। প্রসঙ্গত, বিভিন্ন সময়েই তৃণমূলের অন্তর্দলীয় কোন্দলের খবর সামনে আসছে। স্থানীয় উচ্চতর নেতৃত্বের কাছে থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেনেনি।
আরও পড়ুন- আচমকা শিলাবৃষ্টিতে বিপর্যস্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া