উল্টো দুর্গা দেখতে হলে আপনাকে যেতে হবে বাদুড়িয়া
সত্যি এই পৃথিবীতে কত কত আজব ঘটনা ঘটে। মানুষকে যে সৃষ্টি করেছে, তাঁকেও তো উল্টো করে দেখা যেতে পারে। হয়েছেও সেটাই। উল্টোপথে চলা য়াবে। তাই উল্টো দুর্গার কথা শুনেছেন কখনও? সেটাই বা কেন দেখবেন না? তবে, আপনাকে যেতে হবে বাদুড়িয়ার চৌধুরী পরিবারে। এখানে দুর্গার ডানদিকে সরস্বতী-কার্তিক এবং বামদিকে লক্ষ্মী-গণেশ। বহুবছর আগে পটুয়ার ভুলেই এই স্থানবদল।
ওয়েব ডেস্ক: সত্যি এই পৃথিবীতে কত কত আজব ঘটনা ঘটে। মানুষকে যে সৃষ্টি করেছে, তাঁকেও তো উল্টো করে দেখা যেতে পারে। হয়েছেও সেটাই। উল্টোপথে চলা য়াবে। তাই উল্টো দুর্গার কথা শুনেছেন কখনও? সেটাই বা কেন দেখবেন না? তবে, আপনাকে যেতে হবে বাদুড়িয়ার চৌধুরী পরিবারে। এখানে দুর্গার ডানদিকে সরস্বতী-কার্তিক এবং বামদিকে লক্ষ্মী-গণেশ। বহুবছর আগে পটুয়ার ভুলেই এই স্থানবদল।
আরও পড়ুন প্রতিমা বিসর্জন নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
এখন সেটাই নিয়ম। এটাই জনশ্রুতি। চৌধুরী পরিবারে কান পাতলে শোনা যায়, কোনও এক বিসর্জনের রাতে নাকি প্রতিমার ওপরে মাছ উঠে পড়েছিল। বেহালার সাবর্ণ চৌধুরী পরিবারের বংশধর রাধাবল্লব চৌধুরীর আমলে শুরু হয় বাদুড়িয়ার চৌধুরী পরিবারের পুজো।
আরও পড়ুন ১৮৩ রানে ব্যাট করার সময় পাকিস্তানের বিরুদ্ধেও বীরু এমনটা করতেন!