মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার দুই, যদিও নিগৃহীতার দ্বিতীয়বার গণধর্ষণের অভিযোগ মানতে নারাজ পুলিস

মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিস। তবে গণধর্ষণের অভিযোগ জানিয়ে থানা থেকে ফেরার পথে ফের তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের কথা মানতে নারাজ উত্তর ২৪ পরগনার পুলিস সুপার।

Updated By: Oct 29, 2013, 07:03 PM IST

মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিস। তবে গণধর্ষণের অভিযোগ জানিয়ে থানা থেকে ফেরার পথে ফের তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের কথা মানতে নারাজ উত্তর ২৪ পরগনার পুলিস সুপার।
নিগৃহীতার দাবি থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে ফের হামলা হয় তাঁর উপর। অন্যদিকে, দ্বিতীয়বার গণধর্ষণ যে হয়নি তা প্রমাণে পুলিস সুপার অন্য যুক্তিও পেশ করেছেন। 
নিগৃহীতাও কিন্তু বলছেন তিনি দু-দুবার গণধর্ষিতা হয়েছেন তিনি।
একজন অতি সাধারণ মেয়ে কি নিজের ইজ্জত নিয়ে এরকম মনগড়া কথা বলতে পারেন? পুলিস সুপার দ্বিতীয় বার গণধর্ষণের কথা মানতে নারাজ। সে কথা মেনে নিলেও প্রশ্ন থাকছেই। থানায় অভিযোগ জানিয়ে ফেরার সময় কেন নিগৃহীতা ও তাঁর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? তারও একটা ব্যাখ্যা শুনিয়েছেন পুলিস সুপার।
 
দ্রুত অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কৃতিত্ব দাবি করতেই পারে পুলিস। কিন্তু তদন্তের আগেই এত জোর দিয়ে দ্বিতীয় বার গণধর্ষণের অভিযোগ কেন উড়িয়ে দিচ্ছেন পুলিস সুপার?
 

.