সন্ত্রাসগড় ভাঙড়ে বন্ধ টিভি সম্প্রচার, নেই বিরোধী পোলিং এজেন্ট
ভাঙড়ে বিস্তৃণ এলাকায় টিভি সম্প্রচার বন্ধ। ৮৫ শতাংশ বুথে বিরোধী পোলিং এজেন্ট নেই। চক মরিচায় সিপিআইএম পোলিং এজেন্টদেরকে মারধর। পশ্চিম কাঠালিয়া গ্রামবাসীদের হুমকির অভিযোগ উঠচ্ছে তৃণমূলের উপর। ভাঙড়ের বেশ কিছু জায়গায় সিপিআইএম পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ইভিএমে বোতাম টিপলেই তৃণমূলের হয়ে ভোট পড়ছে। এমন অভিযোগের পরেও হেলদোল নেই প্রিসাইডিং অফিসারের। অভিযোগ তুলল বামফ্রন্ট।
ভাঙড়ে বিস্তৃণ এলাকায় টিভি সম্প্রচার বন্ধ। ৮৫ শতাংশ বুথে বিরোধী পোলিং এজেন্ট নেই। চক মরিচায় সিপিআইএম পোলিং এজেন্টদেরকে মারধর। পশ্চিম কাঠালিয়া গ্রামবাসীদের হুমকির অভিযোগ উঠচ্ছে তৃণমূলের উপর। ভাঙড়ের বেশ কিছু জায়গায় সিপিআইএম পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ইভিএমে বোতাম টিপলেই তৃণমূলের হয়ে ভোট পড়ছে। এমন অভিযোগের পরেও হেলদোল নেই প্রিসাইডিং অফিসারের। অভিযোগ তুলল বামফ্রন্ট।
এদিকে, উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের চৌরঙ্গীতে গণ্ডগোল। বুথে এজেন্ট হওয়ার জন্য আবেদনপত্র পূরণ ঘিরে বচসা- হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস ও বাম কর্মীরা। বেশ কয়েকটি সাইকেল ভাঙচুর হয় বলে অভিযোগ। বামেদের বক্তব্য, একশো সতের নম্বর বুথের পাশে আবেদনপত্র পূরণের কাজ করছিলেন তাঁরা।
সে সময় চড়াও হন তৃণমূল কর্মীরা। এরপরই দুপক্ষের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্থানীয় তৃণমূল বিধায়ক বিমান রায়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে।