শিল্প আনতে লন্ডনে মন্ত্রীরা, রাজ্যেরই উদাসীনতায় রাজ্য ছাড়লেন ক্ষুদ্র শিল্পের স্রষ্টা রাকেশ
শিল্প আনতে যখন মন্ত্রী-নেতারা বিদেশে দৌড়চ্ছেন তখনই নীরবে রাজ্য ছাড়তে চলেছেন এক তরুণ, যাঁর আবিষ্কারকে স্বীকৃতি দিয়ে ক্ষুদ্র শিল্প হিসেবে স্থাপন করেছে ভারতেরই অন্য এক রাজ্য।
ওয়েব ডেস্ক: শিল্প আনতে যখন মন্ত্রী-নেতারা বিদেশে দৌড়চ্ছেন তখনই নীরবে রাজ্য ছাড়তে চলেছেন এক তরুণ, যাঁর আবিষ্কারকে স্বীকৃতি দিয়ে ক্ষুদ্র শিল্প হিসেবে স্থাপন করেছে ভারতেরই অন্য এক রাজ্য।
টারবাইন বিদ্যুত্। ছোট্ট একটা টারবাইন যা বাড়ির ছাদে বসিয়ে দিলে বাতাসের সাহায্যে ৫-১০ কিলোওয়াট বিদ্যুত্ তৈরি করতে পারবে একেবারে বিনা খরচেই। এরকমই চমকপ্রদ আবিষ্কার যাঁর সেই গুপ্তিপাড়ার মালোপাড়ার রাকেশ বিশ্বাস রাজ্য ছেড়ে চললেন অন্য রাজ্যে। এই কারখানা স্থাপন করতে চেয়ে অনুমতি চেয়েছিলেন রাকেশ রাজ্য সরকারের কাছে। অনুমতি তো মেলেইনি, আসেনি কোন উত্তর। রাকেশের প্রস্তাবে সাড়া দিয়ে এগিয়ে এসেছে রাজস্থান সরকার। সাদরে রাকেশের প্রস্তাব গ্রহণ করা ছাড়াও সমস্ত রকম সুবিধা দিতেও প্রস্তুত তারা। রাকেশের প্রতিষ্ঠান IYSERT মূলত কাজ করে বর্জ্য পদার্থ থেকে বিদ্যুত্ উত্পাদন নিয়ে। গ্রাম থেকে উঠে আসা রাকেশ তাঁর প্রতিষ্ঠানকে মেধাবী ছাত্রদের উদ্ভাবনী শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর জায়গা গড়ে তুলতে চান। পরিকল্পনা ছিল দুঃস্থ মেধাবি ছাত্রের জন্য একটি বিশ্ববিদ্যলয় গড়ে তোলার । বহু আবেদনে সাড়া পাননি রাজ্য সরকারের কাছ থেকে। দেশের অন্য রাজ্যের সাদরে ডাকায় সেখানেই পাড়ি দিলেন বাংলার ছেলে রাকেশ বিশ্বাস।