ছিটমহলে ৭ হাজার মানুষ ভোগ করছেন দুদেশের নাগরিকত্ব
ভারত-বাংলাদেশ ছিটমহলের জনগননায় মিলল চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় নাগরিক হিসেবে নথিভুক্ত বহু মানুষ নাম লিখিয়েছেন বাংলাদেশী ছিটমহলের বাসিন্দা হিসেবে। ভোগ করছেন দুদেশের নাগরিক স্বাচ্ছন্দ্য।
ওয়েব ডেস্ক:ভারত-বাংলাদেশ ছিটমহলের জনগননায় মিলল চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় নাগরিক হিসেবে নথিভুক্ত বহু মানুষ নাম লিখিয়েছেন বাংলাদেশী ছিটমহলের বাসিন্দা হিসেবে। ভোগ করছেন দুদেশের নাগরিক স্বাচ্ছন্দ্য।
বাংলাদেশের ৫১টি ছিটমহলের মধ্যে বসবাস করেন প্রায় ১৪ হাজার মানুষ। ভারতের অভ্যন্তরে বাস করার সুবাদে বে-আইনিভাবে ভোটার কার্ড করেছেন প্রায় ৭ হাজার মানুষ। শুধু তাই নয়, এদের মধ্য অনেকেই ভারতের বিভিন্ন নির্বাচনেও অংশ নিয়েছেন। প্রকাশ্যে আইন ভাঙার কথা স্বীকার করছেন ছিটমহল বিনিময় কমিটির নেতারাও।
বাংলাদেশি ছিটমহলের প্রায় ১৪ হাজার মানুষ নাম লিপিবদ্ধ করেছেন। এদের মধ্যে প্রায় ৭ হাজার মানুষ যাদের নাম ভারতীয় ভোটার হিসেবে নথিবদ্ধ, তারাও বাংলাদেশি হিসেবে নাম তুলেছেন তালিকায়। একবার নাগরিকত্ব পাওয়া ব্যক্তি আবার কি করে আবার নাগরিক হওয়ার আবেদনে সাড়া পায়? নিরুত্তর প্রশাসন। ঘটনা জানেন না বলে দায় এড়িয়েছেন দিনহাটার এসডিও।
বাংলাদেশি বেশ কিছু ছিটমহলবাসী প্রকাশ্যেই জানিয়েছেন ৮-১০ হাজার টাকার বিনিময়ে তারা ভারতীয় ভোটারকার্ড পেয়েছেন।এই বেআইনি কাজ রুখতে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।