তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মালদা

তৃণমূলের দুই মন্ত্রীর অনুগামী গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মালদার কালিয়াচক থানা এলাকার নওদা। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ক্ষমতা দখলের লড়াই চলছে সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী গোষ্ঠীর মধ্যে। দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলির লড়াই চলে। হয় ব্যাপক বোমাবাজিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিস। শূন্যে গুলিও ছোঁড়ে। ঘটনায় আহত হয়েছেন আটজন। পুলিসের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ এনেছেন সাবিত্রী মিত্র।

Updated By: Feb 9, 2014, 08:23 PM IST

তৃণমূলের দুই মন্ত্রীর অনুগামী গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মালদার কালিয়াচক থানা এলাকার নওদা। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ক্ষমতা দখলের লড়াই চলছে সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী গোষ্ঠীর মধ্যে। দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলির লড়াই চলে। হয় ব্যাপক বোমাবাজিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিস। শূন্যে গুলিও ছোঁড়ে। ঘটনায় আহত হয়েছেন আটজন। পুলিসের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ এনেছেন সাবিত্রী মিত্র।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নওদার যদুপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপর থেকে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে শাসক দল। সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রি মিত্রর অনুগামী তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। তিনি নিজের পরিবারের লোককে পঞ্চায়েত প্রধান পদে বসান বলে অভিযোগ। আপত্তি তোলেন পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অনুগামী পঞ্চায়েত সদস্য জাকির শেখ। পরিণামে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। শনিবার গোষ্ঠী সংঘর্ষে গুলির লড়াইয়ে জড়িয়ে পরে দুপক্ষ। বোমাবাজি চলে। পুলিস এসে লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহত হয়েছেন আটজন। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

ঘটনার প্রেক্ষিতে পুলিসকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী সাবিত্রী মিত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নামে পুলিস তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করেছে বলে অভিযোগ তাঁর। তৃণমূল সদস্য সমর্থকদের ওপর পুলিসই হামলা করেছে বলেও অভিযোগ করেন সাবিত্রী মিত্র। সাবিত্রী মিত্র গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পঞ্চায়েত সদস্য জাকির শেখ। গোটা ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। এলাকায় শান্তি চাইছেন তাঁরা।

.