শুভেন্দু অধিকারীর ডানা ছেঁটে তৃণমূল যুবর দায়িত্বে সৌমিত্র খাঁ

তৃণমূলের সাংগঠনিক পদে বড়সড় রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালের মধ্যে দলে এতবড় রদবদল হয়নি। তৃণমূল যুব কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে। এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিত্র খাঁকে। কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শুভেন্দু অধিকারীর। শুধু শুভেন্দু অধিকারী নয়, কোপে পড়েছেন শিশির অধিকারীও। শিশির অধিকারীর সঙ্গেই পূর্ব মেদিনীপুরে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অখিল গিরিকে। সরিয়ে দেওয়া হয়েছে মালদা জেলার সভানেত্রী সাবিত্রী মিত্রকে। মালদা জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মোয়াজ্জেম হোসেনকে। মুর্শিদাবাদের জেলা পর্যবেক্ষক করা হয়েছে ইন্দ্রনীল সেনকে।

Updated By: May 30, 2014, 06:03 PM IST

তৃণমূলের সাংগঠনিক পদে বড়সড় রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালের মধ্যে দলে এতবড় রদবদল হয়নি। তৃণমূল যুব কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে। এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিত্র খাঁকে। কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শুভেন্দু অধিকারীর। শুধু শুভেন্দু অধিকারী নয়, কোপে পড়েছেন শিশির অধিকারীও। শিশির অধিকারীর সঙ্গেই পূর্ব মেদিনীপুরে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অখিল গিরিকে। সরিয়ে দেওয়া হয়েছে মালদা জেলার সভানেত্রী সাবিত্রী মিত্রকে। মালদা জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মোয়াজ্জেম হোসেনকে। মুর্শিদাবাদের জেলা পর্যবেক্ষক করা হয়েছে ইন্দ্রনীল সেনকে।

দার্জিলিং জেলার কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে বাইচুং ভুটিয়াকে। জ্যোতিপ্রিয় মল্লিককে উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূল সভাপতি করে, নান্টু ঘোষকে জেলা পর্যবেক্ষক করা হয়েছে। ইদ্রিশ আলিকে সরিয়ে সংখ্যালঘু সেলের চেয়ারম্যান করা হয়েছে হাজি নুরুলকে। জেলার সব স্তরের নেতাদের নিয়ে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে দল চৌত্রিশটি আসন পেলেও কোথাও কোথাও সাংগঠনিক ত্রুটি রয়ে গেছে বলেই মনে করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বেশ কিছু আসনে ভোট বাড়িয়েছে বিজেপি। বামেদের ভোট কমলেও তা তিরিশ শতাংশের কাছাকাছি রয়েছে। এইসব বিষয় খেয়ালে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার ষোলর বিধানসবা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন বলেই মনে করা হচ্ছে।

.