তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হিমঘর

এবার হিমঘরের দখল নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বন্ধ হয়ে গেল হুগলির পুরশুড়ার বিহিবাতকুর হিমঘর। নষ্ট হতে বসেছে তিন লক্ষ প্যাকেট আলু। কর্মহীন হয়ে পড়লেন হিমঘরের কর্মীরা। হিমঘরের মালিক থেকে চাষি, সকলের মাথায় হাত। দীর্ঘ ছবছর বন্ধ ছিল হিমঘরটি। স্থানীয় তৃণমূল নেতা শ্যামল ঘোষের উদ্যোগে কৃষিমন্ত্রী বেচারাম মান্নার সহযোগিতায় সম্প্রতি খোলে হিমঘরটি। কিন্তু এরপরেই হিমঘরের দখল নিয়ে বেধে যায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পুরশুড়ার তৃণমূল বিধায়ক পারভেজ রহমানের অনুগামীরা INTTUC-র নামে হিমঘরের কর্মীদের মারধর করে বলে অভিযোগ। তাঁদের হিমঘরে ঢুকতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। হিমঘরের মালিক সুচাঁদ দাসকে হেনস্থা করা হয়। তাঁর প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ হিমঘর মালিকের। অভিযোগ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি পারভেজ রহমান। কৃষিমন্ত্রী বেচারাম মান্না ঘটনার কথা স্বীকার করেছেন। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Updated By: May 15, 2015, 11:43 PM IST
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ হিমঘর

ওয়েব ডেস্ক: এবার হিমঘরের দখল নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বন্ধ হয়ে গেল হুগলির পুরশুড়ার বিহিবাতকুর হিমঘর। নষ্ট হতে বসেছে তিন লক্ষ প্যাকেট আলু। কর্মহীন হয়ে পড়লেন হিমঘরের কর্মীরা। হিমঘরের মালিক থেকে চাষি, সকলের মাথায় হাত। দীর্ঘ ছবছর বন্ধ ছিল হিমঘরটি। স্থানীয় তৃণমূল নেতা শ্যামল ঘোষের উদ্যোগে কৃষিমন্ত্রী বেচারাম মান্নার সহযোগিতায় সম্প্রতি খোলে হিমঘরটি। কিন্তু এরপরেই হিমঘরের দখল নিয়ে বেধে যায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পুরশুড়ার তৃণমূল বিধায়ক পারভেজ রহমানের অনুগামীরা INTTUC-র নামে হিমঘরের কর্মীদের মারধর করে বলে অভিযোগ। তাঁদের হিমঘরে ঢুকতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। হিমঘরের মালিক সুচাঁদ দাসকে হেনস্থা করা হয়। তাঁর প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ হিমঘর মালিকের। অভিযোগ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি পারভেজ রহমান। কৃষিমন্ত্রী বেচারাম মান্না ঘটনার কথা স্বীকার করেছেন। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

.