ট্রেনে খাবার খাইয়ে যাত্রীর কাছ থেকে সর্বস্ব লুঠ

ট্রেনের মধ্যে মাদক মেশানো খাবার খাইয়ে যাত্রীর কাছ থেকে লুঠ হল ১৪ লক্ষ ৬০ হাজার টাকা। অভিযোগের তির ট্রেনেরই প্যান্ট্রিকার কর্মীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কামরূপ এক্সপ্রেসে। হাওড়া স্টেশনে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় যাত্রী বিভাস ঘোষকে।

Updated By: Oct 16, 2012, 10:27 AM IST

ট্রেনের মধ্যে মাদক মেশানো খাবার খাইয়ে যাত্রীর কাছ থেকে লুঠ হল ১৪ লক্ষ ৬০ হাজার টাকা। অভিযোগের তির ট্রেনেরই প্যান্ট্রিকার কর্মীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কামরূপ এক্সপ্রেসে। হাওড়া স্টেশনে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় যাত্রী বিভাস ঘোষকে।
এবারের কামরূপ এক্সপ্রেস আবারও ট্রেনের মধ্যে মাদক মেশানো খাবার খাইয়ে যাত্রীর সর্বস্ব লুঠের অভিযোগ উঠল। কালনার ব্যবসায়ী রশিদ শেখ ব্যবসার টাকা আনতে বিভাস ঘোষ নামে তাঁরই এক কর্মচারীকে শিলিগুড়ি পাঠিয়েছিলেন। ১৪ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে শিলিগুড়ি থেকে কামরূপ এক্সপ্রেসে চেপে কালনায় ফিরছিলেন বিভাসবাবু। রাতে ট্রেনের মধ্যে প্যান্ট্রিকার থেকে খাবার কিনেছিলেন তিনি। অভিযোগ তারপরই সংজ্ঞা হারান বিভাসবাবু।
রশিদ শেখের অভিযোগ, মাদক মেশানো খাবার খেয়ে বেহুঁশ হয়ে পড়েন বিভাসবাবু। তারপরই তাঁর সর্বস্ব লুঠ করা হয়। হাওড়া স্টেশন থেকে বিভাসবাবুকে উদ্ধার করে রেলপুলিস। রবিবারই কালনায় পৌঁছনোর কথা ছিল বিভাস ঘোষের। না ফেরায় কালনায় তাঁর আত্মীয়রা রেলপুলিসে যোগাযোগ করেন। সোমবার রেলপুলিস সূত্রে তাঁরা জানতে পারেন হাওড়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিভাস ঘোষ। বাড়ি ফিরে গেলেও এখনও আতঙ্কের ঘোর কাটেনি তাঁর। এধরনের ঘটনায় ফের প্রশ্নের মুখে দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা।

.