ইভটিজিংয়ের জেরে ট্রেন থেকে পড়ে তরুণীর মৃত্যু

ইভটিজিংয়ের জেরে ট্রেন থেকে পড়ে তরুণীর মৃত্যুর অভিযোগ উঠল। গতকাল পাঁশকুড়া ও খিরাই স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। ট্রেনে কয়েকজন যুবক তাঁকে উত্যক্ত করছিল বলে পরিবারের অভিযোগ।

Updated By: Feb 14, 2014, 03:13 PM IST

ইভটিজিংয়ের জেরে ট্রেন থেকে পড়ে তরুণীর মৃত্যুর অভিযোগ উঠল। গতকাল পাঁশকুড়া ও খিরাই স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। ট্রেনে কয়েকজন যুবক তাঁকে উত্যক্ত করছিল বলে পরিবারের অভিযোগ।

বারাকপুর ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী জয়িতা নায়েক। বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে। বৃহস্পতিবার হাওড়া থেকে মেদিনীপুর লোকালে ওঠেন জয়িতা। নামার কথা ছিল মেচেদায় । অভিযোগ, কয়েকজন যুবক ট্রেনের ভিতর তাঁকে উত্যক্ত করায় মেচেদায় নামতে পারেননি জয়িতা। বাবা কাজ করেন পাঁশকুড়ায়। পরে সেখানে নামার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। বাবাকে না পেয়ে শেষে ফোন করেন এক বান্ধবীকে। বলেন, কিছু ছেলে উত্যক্ত করছে, আমাকে বাঁচা। বাড়িতে জানা। সঙ্গে সঙ্গেই সেই বান্ধবী জয়িতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তার কিছুক্ষণ পরই খবর আসে পাঁশকুড়া ও খিরাই স্টেশনের মাঝে একটি মৃতদেহ পড়ে রয়েছে। তবে কীভাবে জয়িতার মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিস।

.