তৃণমূলের নোট দুর্ভোগ-আন্দোলন কবে কোথায়, জেনে নিন

সোমবার বামেদের ডাকা ধর্মঘটকে রুখতে নেতা,মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছেন জনজীবন স্বাভাবিক রাখার। আজ কালীঘাটে নেতা,মন্ত্রীদের নিয়ে বৈঠক সারেন তৃণমূল সুপ্রিমো। নোট দুর্ভোগ ইস্যুকে সর্বাত্মক আন্দোলনে পরিনত করতে দলের সবাইকে পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। নোট দুর্ভোগের প্রতিবাদের সোমবার কী অচল হবে রাজ্য?একদিকে তৃণমূলের আক্রোশ দিবস। অন্যদিকে বারো ঘণ্টা বনধের ডাক দিয়ে পথে নামার ডাক দিয়েছে বামেরাও। কী হবে সোমবার সবুজ শিবিরের রণকৌশল? তা ঠিক করতেই  দলের নেতা,মন্ত্রীদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নেতা মন্ত্রীদের সাফ জানিয়ে দিয়েছেন, বামেদের ডাকা ধর্মঘট রুখতে হবে। স্বাভাবিক রাখতে হবে জনজীবন।ধর্মঘট রুখতে তৃণমূল সুপ্রিমো সোমবার দলের সমস্ত নেতা,মন্ত্রীদের পথে নামার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নোট দুর্ভোগ নিয়ে  লাগাতার আন্দোলনের কর্মসূচিও বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। নোট দুর্ভোগ-আন্দোলন কবে কোথায়---

Updated By: Nov 26, 2016, 07:26 PM IST
তৃণমূলের নোট দুর্ভোগ-আন্দোলন কবে কোথায়, জেনে নিন

ওয়েব ডেস্ক: সোমবার বামেদের ডাকা ধর্মঘটকে রুখতে নেতা,মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছেন জনজীবন স্বাভাবিক রাখার। আজ কালীঘাটে নেতা,মন্ত্রীদের নিয়ে বৈঠক সারেন তৃণমূল সুপ্রিমো। নোট দুর্ভোগ ইস্যুকে সর্বাত্মক আন্দোলনে পরিনত করতে দলের সবাইকে পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। নোট দুর্ভোগের প্রতিবাদের সোমবার কী অচল হবে রাজ্য?একদিকে তৃণমূলের আক্রোশ দিবস। অন্যদিকে বারো ঘণ্টা বনধের ডাক দিয়ে পথে নামার ডাক দিয়েছে বামেরাও। কী হবে সোমবার সবুজ শিবিরের রণকৌশল? তা ঠিক করতেই  দলের নেতা,মন্ত্রীদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নেতা মন্ত্রীদের সাফ জানিয়ে দিয়েছেন, বামেদের ডাকা ধর্মঘট রুখতে হবে। স্বাভাবিক রাখতে হবে জনজীবন।ধর্মঘট রুখতে তৃণমূল সুপ্রিমো সোমবার দলের সমস্ত নেতা,মন্ত্রীদের পথে নামার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নোট দুর্ভোগ নিয়ে  লাগাতার আন্দোলনের কর্মসূচিও বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। নোট দুর্ভোগ-আন্দোলন কবে কোথায়---
২৯ নভেম্বর -চা বাগানের সামনে সভা-বিক্ষোভ
৩০ নভেম্বর- বিড়ি শ্রমিকদের আন্দোলন
১ডিসেম্বর  -টি বোর্ডের সামনে বিক্ষোভ
২ডিসেম্বর- সমবায় ব্যাঙ্ক কর্মীদের বিক্ষোভ
৫ ডিসেম্বর-জুটমিল শ্রমিকদের আন্দোলন
৬ ডিসেম্বর- সংহতি দিবস(গান্ধীমুর্তির পাদদেশে)

আরও পড়ুন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হয়ে গেলেন অস্ট্রেলিয়ার নাগরিক!

সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলতেই বামেদের এই ধর্মঘটের সিদ্ধান্ত। শনিবার ঘরোয়া বৈঠক  থেকেই বামেদের তোপ দেগেছেন তৃণমূল নেত্রী।তবে নোট দুর্ভোগ নিয়ে মোদী সরকারকে কোনঠাসা করতে আগামী দিনে সংসদের ভেতরে ও বাইরে দুদিকেই আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এর জন্য দলের তিন নেতাকে দায়িত্ব দিয়েছেন মমতা। দায়িত্ব পেয়েছেন মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন।দলীয় নেতাদের তৃণমূল নেত্রীর নির্দেশ, সমাজের সর্বস্তরেই চাবাগান থেকে জুটমিল, সব অংশের মানুষের মধ্যেই এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। সর্বাত্মক রূপ দিতে হবে নোট দুর্ভোগ আন্দোলনকে।

আরও পড়ুন  বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম

.