দিদির শাসন ভুলে শাসনে সেই গোষ্ঠীকোন্দল

গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না। একুশে জুলাইয়ের সভায় ,কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কানে ঢুকল কি কর্মীদের? কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা শাসন ও ভাঙড়ে। প্রশ্ন উঠছে কোথায় শৃঙ্খলা?

Updated By: Jul 22, 2015, 08:50 AM IST
দিদির শাসন ভুলে শাসনে সেই গোষ্ঠীকোন্দল
ছবি সৌজন্যে-তৃণমূল কংগ্রেস

ওয়েব ডেস্ক: গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না। একুশে জুলাইয়ের সভায় ,কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কানে ঢুকল কি কর্মীদের? কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা শাসন ও ভাঙড়ে। প্রশ্ন উঠছে কোথায় শৃঙ্খলা?

দলনেত্রীর নির্দেশ। কিন্তু, শুনছেন কোথায় কর্মীরা? শাসনের শহরা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলল গুলি। বোমাবাজি। ঘরছাড়া তৃণমূল কর্মী নিজামকে ঘরে ফেরানোকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর গোলমাল।

এদিকে ভাঙড়ের বোদরায় আক্রান্ত হলেন খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি। গুরুতর আহত অবস্থায় NRS হাসপাতালে ভর্তি করা হল আজিজুল হককে।

ধর্মতলায় বার্তা দিলেন দলনেত্রী। আর এলাকায় ফিরেই সংঘর্ষে জড়ালেন কর্মীরা। প্রশ্ন উঠছে,কলকাতার সীমা ছাড়াতেই কি নেত্রীর নির্দেশ ভুলে যাচ্ছে তৃণমূল তৃণমূল স্তর?

.