শিক্ষায় শাসকের হস্তক্ষেপ, তৃণমূল পার্টি অফিসে স্কুলের উন্নয়ন বৈঠক, নেতৃত্বে ব্লক সভাপতি

শিক্ষায় সরাসরি দলীয় হস্তক্ষেপ। এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। ব্লকের সমস্ত স্কুলের প্রধান শিক্ষককে পার্টি অফিসে মিটিং করতে ডাকলেন তৃণমূল ব্লক সভাপতি। অমান্য করতে পারেননি অধিকাংশই। চব্বিশ ঘণ্টায় খবর সম্প্রচারের পর অবশ্য নেতার বোধোদয় হল, ভুল হয়েছে।  

Updated By: Jul 11, 2015, 07:45 PM IST
শিক্ষায় শাসকের হস্তক্ষেপ, তৃণমূল পার্টি অফিসে স্কুলের উন্নয়ন বৈঠক, নেতৃত্বে ব্লক সভাপতি

ব্যুরো: শিক্ষায় সরাসরি দলীয় হস্তক্ষেপ। এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। ব্লকের সমস্ত স্কুলের প্রধান শিক্ষককে পার্টি অফিসে মিটিং করতে ডাকলেন তৃণমূল ব্লক সভাপতি। অমান্য করতে পারেননি অধিকাংশই। চব্বিশ ঘণ্টায় খবর সম্প্রচারের পর অবশ্য নেতার বোধোদয় হল, ভুল হয়েছে।  

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল কার্যালয়। শনিবার দুপুরে সেখানেই হাজিরা দিতে হল স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের। 

পার্টি অফিসে স্কুলের উন্নয়ন বৈঠক? এই খবরে যাঁরা অবাক হচ্ছেন, তাঁদের চোখ কপালে উঠবে এই বৈঠকের নিমন্ত্রণ পত্র দেখলে। কয়েকদিন আগে, তৃণমূলেরই লেটার হেডে ব্লকের তিরিশটিরও বেশি স্কুলের প্রধানশিক্ষকের কাছে চিঠি গিয়েছিল। নির্দেশ ছিল হাজিরার। 

চব্বিশ ঘণ্টায় তৃণমূল ব্লক সভাপতি তাপস মাঝির দাবি, এই নোটিস শুধুই তাঁদের শিক্ষা সংসগঠনের সদস্যদের জন্য। এই সাফাই অবশ্য ধোপে টেকেনি। কারণ স্বয়ং শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব জানিয়েছেন, দলের কোনও সংগঠনেরই এমন বৈঠকের এক্তিয়ার নেই। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনার পর ভুল স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা। 

.