প্রার্থী পদ নিয়ে অসন্তোষ, তৃণমূল কর্মীদেরই বিক্ষোভে উত্তাল দক্ষিণ হাওড়া কেন্দ্র

প্রার্থী পদ নিয়ে অসন্তোষ। তৃণমূল কর্মীদেরই বিক্ষোভে উত্তাল হল দক্ষিণ হাওড়া কেন্দ্র। ওই কেন্দ্রে ফের প্রার্থী করা হয়েছে ব্রজমোহন মজুমদারকে। তার প্রতিবাদে গতকাল থেকেই বিক্ষোভ শুরু হয়েছে। আজ নাজিরগঞ্জে ফেরি সার্ভিস বন্ধ করে দেন তৃণমূল কর্মীরা। ইন্ডিয়ান অয়েল ডিপোয় কাজ বন্ধ করে দেন এক হাজার চালক খালাসি। বকুলতলায় আন্দুল রোড অবরোধ হয়। দাহ করা হয় ব্রজমোহন মজুমদারের কুশপুতুল। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় আন্দুল রোডে। বিক্ষোভের পিছনে স্থানীয় তৃণমূল নেতা মাসুদ আলম খানের অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ। যদিও মাসুদ এই নিয়ে মুখ খোলেননি। কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন এই ধরণের বিক্ষোভের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে দল।

Updated By: Mar 5, 2016, 08:50 PM IST
প্রার্থী পদ নিয়ে অসন্তোষ, তৃণমূল কর্মীদেরই বিক্ষোভে উত্তাল দক্ষিণ হাওড়া কেন্দ্র

ওয়েব ডেস্ক: প্রার্থী পদ নিয়ে অসন্তোষ। তৃণমূল কর্মীদেরই বিক্ষোভে উত্তাল হল দক্ষিণ হাওড়া কেন্দ্র। ওই কেন্দ্রে ফের প্রার্থী করা হয়েছে ব্রজমোহন মজুমদারকে। তার প্রতিবাদে গতকাল থেকেই বিক্ষোভ শুরু হয়েছে। আজ নাজিরগঞ্জে ফেরি সার্ভিস বন্ধ করে দেন তৃণমূল কর্মীরা। ইন্ডিয়ান অয়েল ডিপোয় কাজ বন্ধ করে দেন এক হাজার চালক খালাসি। বকুলতলায় আন্দুল রোড অবরোধ হয়। দাহ করা হয় ব্রজমোহন মজুমদারের কুশপুতুল। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় আন্দুল রোডে। বিক্ষোভের পিছনে স্থানীয় তৃণমূল নেতা মাসুদ আলম খানের অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ। যদিও মাসুদ এই নিয়ে মুখ খোলেননি। কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন এই ধরণের বিক্ষোভের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে দল।

.