মাঝরাতে হঠাত্‍ই চাল ভেঙে বাঘের হানা ঘরে

Updated By: Mar 5, 2015, 08:41 PM IST
মাঝরাতে হঠাত্‍ই চাল ভেঙে বাঘের হানা ঘরে

মাঝরাতে গৃহস্থের বাড়ির চাল ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়ল বাঘ। গতকাল রাতে এমনই অভিজ্ঞতায় ঘুম ভেঙে গেল গোসাবার হাটখোলার বাসিন্দা গৌরপদ রায় ও তুলসি রায়ের।
নদী সাঁতরে কোনওভাবে গ্রামে ঢুকে পড়েছিল পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি।

রাতে চড়ে বসে রায় দম্পতির খড়ের চালে। অতবড় বাঘের ওজনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চাল। ঘুম ভেঙে ঘরের মধ্যে বাঘ দেখে আঁতকে ওঠেন গৌরপদবাবু। কোনরকমে বাঘটিকে ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে দেনতাঁরা। তাঁদের চিত্কারে  ছুটে আসেন গ্রামের লোকজন। খবর যায় বন দফতরে। ঝিলাক্যাম্প থেকে বনদফতরের কর্মীরা পৌছন। জাল দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। পাঁচটি ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে শেষ পর্যন্ত বাঘটিকে বাগে আনেন বনদফতরের কর্মীরা। আপাতত তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বাঘটিকে সুন্দরবনের চামতায় ছেড়ে দেওয়া হবে।

.