ত্রিস্তর প্রশাসনিক ব্যবস্থার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে ইদানীং আমলাদের উপরেই নির্ভরতা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ত্রিস্তর পঞ্চায়েতের কাজে নজর রাখতে ত্রিস্তরীয় প্রশাসনিক ব্যবস্থার কথা ঘোষণা করেছেন তিনি।

Updated By: Nov 6, 2011, 04:10 PM IST

নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে ইদানীং আমলাদের উপরেই নির্ভরতা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ত্রিস্তর পঞ্চায়েতের কাজে নজর রাখতে ত্রিস্তরীয় প্রশাসনিক ব্যবস্থার কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু তাঁর জোট শরিক কংগ্রেস মনে করে পঞ্চায়েতের কোনও বিকল্প নেই। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার উপরে সম্ভবত আস্থা হারিয়ে ফেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণেই আমলাতান্ত্রিক ব্যবস্থার উপরে জোর দিয়েছেন তিনি। সম্প্রতি কলকাতায় বিডিও এবং এসডিওদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। ত্রিস্তর প্রশাসনিক ব্যবস্থা গ়ড়ে তোলার উপরেই জোর দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ব্যবস্থার উপর আমলাতন্ত্রকে গুরুত্ব দিলেও তাঁর জোটশরিক কংগ্রেস কিন্তু মনে করে পঞ্চায়েত ব্যবস্থার এখনও কোনও বিকল্প নেই। তাত্পর্যপূর্ণ ঘটনা হল মুখ্যমন্ত্রী যখন বিডিওদের সম্মেলন নিয়ে ব্যস্ত সেসময় পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পঞ্চায়েতি রাজ সম্মেলনের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। সেই সম্মেলনে থাকছেন প্রণব মুখোপাধ্যায় সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা।

.