জেলাশাসকের হস্তক্ষেপে চা শ্রমিকের বেতন সমস্যার সমাধান

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে চার লক্ষ চা শ্রমিকের বেতন সমস্যার সমাধান হল। আজ চা বাগান মালিক এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসেন জলপাইগুড়ির জেলাশাসক মুক্তা আর্য। সেখানেই চা বাগান মালিকদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেন জেলাশাসক।

Updated By: Nov 17, 2016, 06:00 PM IST
জেলাশাসকের হস্তক্ষেপে চা শ্রমিকের বেতন সমস্যার সমাধান

ওয়েব ডেস্ক : প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে চার লক্ষ চা শ্রমিকের বেতন সমস্যার সমাধান হল। আজ চা বাগান মালিক এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসেন জলপাইগুড়ির জেলাশাসক মুক্তা আর্য। সেখানেই চা বাগান মালিকদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেন জেলাশাসক।

ওই অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে। তার পর সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষের অ্যাকাউন্টে। যার থেকে সহজেই তারা বেতন দিতে পারবেন। এই সমাধানে খুশি সব পক্ষই।

আরও পড়ুন, নোট বদলাতে এবার ঘরে ঘরে পোস্ট অফিস

পড়ুন, ATM-এর বাইরে লাইন রাখা নিয়ে চলছে দড় কষা!

.