কবর থেকে দেহ তুলে চলল ঝাড়ফুঁক, নির্বিকার প্রশাসন
একুশ শতকেও ছবিটা বদলায়নি। সাপের কামড়ে মৃত যুবকের দেহ নিয়ে আজ ফের চলল ঝাড়ফুঁক। মাটি খুঁড়ে কবর থেকে দেহ তুলে শুরু হয় ঝাড়ফুঁক। গত শুক্রবার বাড়িতেই সাপের কামড়ে মৃত্যু হয় কামালপুরের যুবক মিঠুন মণ্ডলের। গলায় সাপ জড়িয়ে মা মনসার গান করতেন মিঠুন। প্রাণ ফেরার আশায় মনসা প্রতিমার সামনে দেহ রেখে শনিবার দিনভর চলে ঝাড়ফুঁক। ২৪ ঘন্টায় এই খবর সম্প্রচারের পর উদ্যোগী হয় প্রশাসন। কবর দেওয়া হয় মিঠুনের দেহ। কিন্তু ফের আজ ভোর রাতে কবর থেকে দেহ তুলে ফের শুরু হয়েছে ঝাড়ফুঁক। নির্বিকার প্রশাসন।
ওয়েব ডেস্ক: একুশ শতকেও ছবিটা বদলায়নি। সাপের কামড়ে মৃত যুবকের দেহ নিয়ে আজ ফের চলল ঝাড়ফুঁক। মাটি খুঁড়ে কবর থেকে দেহ তুলে শুরু হয় ঝাড়ফুঁক। গত শুক্রবার বাড়িতেই সাপের কামড়ে মৃত্যু হয় কামালপুরের যুবক মিঠুন মণ্ডলের। গলায় সাপ জড়িয়ে মা মনসার গান করতেন মিঠুন। প্রাণ ফেরার আশায় মনসা প্রতিমার সামনে দেহ রেখে শনিবার দিনভর চলে ঝাড়ফুঁক। ২৪ ঘন্টায় এই খবর সম্প্রচারের পর উদ্যোগী হয় প্রশাসন। কবর দেওয়া হয় মিঠুনের দেহ। কিন্তু ফের আজ ভোর রাতে কবর থেকে দেহ তুলে ফের শুরু হয়েছে ঝাড়ফুঁক। নির্বিকার প্রশাসন।
মালদহে কবর থেকে দেহ তুলে ধাড়ফুঁকের ঘটনায় ফের বিতর্কে প্রশাসন। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মানিকচকের বিডিও উত্পল মুখার্জি।