বাঘ ধরতে রাত পাহারা
Updated By: Nov 1, 2015, 11:07 PM IST
ওয়েব ডেস্ক: রাখাল বালকের গল্প নয়, বাঘ এসেছে, বাঘ এসেছে...সত্যিই গ্রামে বাঘ এসেছে। পায়ের ছাপেই প্রমাণ মিলল গ্রামে। দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালির হেড়িভাঙার জঙ্গল থেকে ত্রিদিবনগর গ্রামে বাঘ ঢোকার গুজব ছড়িয়েছিল আগেই। আজ সকালে নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান মত্স্যজীবীরা। বেলা বাড়তেই গ্রামের বেশকয়েকটি জায়গায় বাঘের পায়ের ছাপ দেখেত পান গ্রামবাসীরা। খবর পেয়ে তড়িঘড়ি পৌছন বনকর্মীরা। এরপর বাঘ ধরতে জাল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা গ্রাম। তবে এখনও পর্যন্ত জালে ধরা দেননি বাঘ বাবাজি। চলছে পাহারা।