টেট পরীক্ষায় স্বজন পোষণের অভিযোগ পঃ মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের বিরুদ্ধে
টেট পরীক্ষায় স্বজন পোষণের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। তিনি নিজের তিন আত্মীয়কে টেটে পাস করিয়ে দিয়েছেন বলে অভিযোগ। এদিকে টেট কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত, শিক্ষা আধিকারিক সুরঞ্জনা চক্রবর্তীর অপসারণের দাবিতে দক্ষিণ ২৪ পরগনার তাঁর গ্রামে চলছে রিলে অনশন।
টেট পরীক্ষায় স্বজন পোষণের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। তিনি নিজের তিন আত্মীয়কে টেটে পাস করিয়ে দিয়েছেন বলে অভিযোগ। এদিকে টেট কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত, শিক্ষা আধিকারিক সুরঞ্জনা চক্রবর্তীর অপসারণের দাবিতে দক্ষিণ ২৪ পরগনার তাঁর গ্রামে চলছে রিলে অনশন।
চব্বিশ ঘণ্টার স্টিং অপারেশনে ফাঁস হয়েছে টেট কেলেঙ্কারি। তারপর প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে প্রাথমিকে চাকরিতে স্বজনপোষণের অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম পাত্রর মেয়ে, বোন ও ভাইঝি টেট উত্তীর্ণ হয়েছেন বলে অভিযোগ।
যদিও শ্যাম পাত্রের দাবি, তাঁর পরিবারের তিন সদস্য কোনওরকম বেনিয়ম ছাড়াই টেট উত্তীর্ণ হয়েছেন।
টেট দুর্নীতির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ দফতরের সামনে বিক্ষোভ দেখান পিটিটিআই ছাত্রছাত্রীরা। রাজ্যের অন্যত্রও চলছে বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার চাঁদপাল গ্রামে টেট কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত সুরঞ্জনা চক্রবর্তীর বাড়ি। সেখানে রিলে অনশনে বসেছেন একশোজন ডিওয়াইএফআই কর্মী। রিলে অনশন চলছে হরিণডাঙা বাজারেও। সুরঞ্জনা চক্রবর্তীর অপসারণ দাবি করেছেন অনশনকারীরা।