জলাশয় বুজিয়ে রেলপথ তৈরির প্রতিবাদে আজও উত্তপ্ত হুগলির ভবাদিঘি

আজও উত্তপ্ত হুগলির ভবাদিঘি। জলাশয় বুজিয়ে রেলপথ তৈরির প্রতিবাদে মারমুখী জনতা। গতকাল হামলা হয় তৃণমূল পার্টি অফিসে। আজ মারধর, হুমকির অভিযোগ তুললেন গ্রামবাসীরা। এলাকায় পুলিস ও র‍্যাফ মোতায়েন হয়েছে।

Updated By: Mar 17, 2017, 09:32 PM IST
জলাশয় বুজিয়ে রেলপথ তৈরির প্রতিবাদে আজও উত্তপ্ত হুগলির ভবাদিঘি
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : আজও উত্তপ্ত হুগলির ভবাদিঘি। জলাশয় বুজিয়ে রেলপথ তৈরির প্রতিবাদে মারমুখী জনতা। গতকাল হামলা হয় তৃণমূল পার্টি অফিসে। আজ মারধর, হুমকির অভিযোগ তুললেন গ্রামবাসীরা। এলাকায় পুলিস ও র‍্যাফ মোতায়েন হয়েছে।

আরও পড়ুন- দিঘি বুজিয়ে রেল লাইন বসানোকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির গোঘাটে

একটুকরো জলাশয়। তাঁকে বাঁচাতে একগ্রাম মানুষের প্রাণপণ লড়াই। বৃহস্পতিবার আগুন জ্বলে। শুক্রবারও হাত ছোঁয়াতে ছ্যাঁকা লাগল। গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার সকালে মাঠে কাজ করতে গেলে কয়েকজন গ্রামবাসীকে স্থানীয় তৃণমূল নেতারা মারধর করেন বলে অভিযোগ। দিঘির পাড়ে স্থানীয় মহিলারা প্রতিবাদ জানাতে জড়ো হলে পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ দিঘি বুজিয়ে রেললাইন বসাতে বাধা দেওয়ায় তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। কাজে যেতেও বাধা দেওয়া হচ্ছে। দোকানও খুলতে দেওয়া হচ্ছে না। এলাকায় র‍্যাফ মোতায়েন হয়েছে।

.