স্কুলের টয়লেটে সিসিটিভির প্রতিবাদে রাস্তায় নদিয়ার শিক্ষিকারা

শিক্ষিকাদের টিচার্সরুমে সিসিটিভি। সিসিটিভির নজরদারি টয়লেটের রাস্তায়। শিক্ষিকাদের গতিবিধি নজরদারিতে আনার জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছে নদিয়ার নাকাশিপাড়ায় পাটপুকুর স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ স্কুলে বিক্ষোভ দেখালেন শিক্ষিকারা। বিক্ষোভ সামাল দিতে আসতে হয় পুলিসকে।নদিয়ার নাকাশিপাড়া পাটপুকুর হাইস্কুল।সকাল থেকেই উত্তপ্ত স্কুল। কারন, তিনদিন আগেই স্কুলের শিক্ষিকাদের টিচার্স রুমে বসেছে সিসিটিভি। এহেন আজব নজরদারির প্রতিবাদে স্কুল চত্বরেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষিকারা।তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত বিকৃত রুচির পরিচয় ও বেআইনি ।

Updated By: Apr 2, 2014, 11:33 PM IST

শিক্ষিকাদের টিচার্সরুমে সিসিটিভি। সিসিটিভির নজরদারি টয়লেটের রাস্তায়। শিক্ষিকাদের গতিবিধি নজরদারিতে আনার জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছে নদিয়ার নাকাশিপাড়ায় পাটপুকুর স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ স্কুলে বিক্ষোভ দেখালেন শিক্ষিকারা। বিক্ষোভ সামাল দিতে আসতে হয় পুলিসকে।নদিয়ার নাকাশিপাড়া পাটপুকুর হাইস্কুল।সকাল থেকেই উত্তপ্ত স্কুল। কারন, তিনদিন আগেই স্কুলের শিক্ষিকাদের টিচার্স রুমে বসেছে সিসিটিভি। এহেন আজব নজরদারির প্রতিবাদে স্কুল চত্বরেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষিকারা।তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত বিকৃত রুচির পরিচয় ও বেআইনি ।

কিন্তু কেন এই নজরদারি। উত্তর মেলেনি স্কুল কর্তৃপক্ষের তরফেও। সিসিটিভির নজরদারি আওতায় পড়েনি স্কুল পড়ুয়ারা। শিক্ষিকাদের অভিযোগ,স্কুলের অধিকাংশ ঘরেই নেই ফ্যান। রয়েছে পরিকাঠামোর সমস্যা। স্কুল ফান্ডের টাকা সেখানে ব্যয় না করে কেন এই ধরনের সিদ্ধান্ত নিল স্কুলের ম্যানেজিং কমিটি তা নিয়েও সরব হয়েছে স্কুল পড়ুয়ারাই।

শিক্ষিকাদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় স্কুল। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কুল কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্ত আদৌ কতটা আইনসঙ্গত তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্কুলের শিক্ষিকারা।

.