উন্নয়নকে হাতিয়ার করেই বাম দূর্গ বারাকপুরে প্রচার তৃণমূল প্রার্থী দীনেশের

বারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী। সকাল থেকেই বাড়ি বাড়ি প্রচার সারছেন। পৌছে যাচ্ছেন দোকান, বাজারেও। প্রচারে উন্নয়নকেই প্রধান হাতিয়ার করেছেন তিনি। বাম দুর্গ হিসেবেই পরিচিত বারাকপুর লোকসভা কেন্দ্র। গতবার এখান থেকেই ভোটে জিতেছিলেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। আবারও একটা ভোট। এবার উন্নয়নের স্লোগানে ভোটারদের মন জয় করতে চাইছেন তৃণমূল প্রার্থী।

Updated By: Apr 2, 2014, 11:28 PM IST

বারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী। সকাল থেকেই বাড়ি বাড়ি প্রচার সারছেন। পৌছে যাচ্ছেন দোকান, বাজারেও। প্রচারে উন্নয়নকেই প্রধান হাতিয়ার করেছেন তিনি। বাম দুর্গ হিসেবেই পরিচিত বারাকপুর লোকসভা কেন্দ্র। গতবার এখান থেকেই ভোটে জিতেছিলেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। আবারও একটা ভোট। এবার উন্নয়নের স্লোগানে ভোটারদের মন জয় করতে চাইছেন তৃণমূল প্রার্থী।

প্রার্থীর দাবি, বাম আমলে ভোট দেওয়ার অধিকারই ছিল না। কিন্তু এবার নিজের অধিকারেই ভোট দেবেন মানুষ। বারাকপুর কেন্দ্রের লড়াই এবার চর্তুমুখী। তবে মূল লড়াই তৃণমূলের সঙ্গে বামেদের। প্রতিদ্বন্দ্বিতায় বহু লড়াইয়ে পোড় খাওয়া সুভাষিণী আলি। তবে বিপক্ষকে গুরুত্ব দিতেই রাজি নন দীনেশ ত্রিবেদী।

এলাকায় প্রার্থীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রশ্ন উঠেছে এলাকার বন্ধ কল কারখানা নিয়েও। সেসব প্রশ্ন অবশ্য কিছুটা এড়িয়েই গেছেন দীনেশ বাবু।

.