ভোটে নদীয়ায় আক্রান্ত শিক্ষক-অধ্যাপক; মারের চোটে ফাটল আঙুল, ভাঙল হাত

আশঙ্কাই সত্যি হল! ভোটে অশান্তি, হিংসা এড়ানো গেল না নদীয়ায়। ধারাপুরে বোমাবাজি, করিমপুরে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষের সঙ্গেই গয়েশপুরেও মার খেলেন বাম এজেন্টরা। ভোটের হিংসার হাত থেকে রেহাই পেলেন না শিক্ষক-অধ্যাপকও।

Updated By: Apr 21, 2016, 05:44 PM IST
ভোটে নদীয়ায় আক্রান্ত শিক্ষক-অধ্যাপক; মারের চোটে ফাটল আঙুল, ভাঙল হাত

নদীয়া : আশঙ্কাই সত্যি হল! ভোটে অশান্তি, হিংসা এড়ানো গেল না নদীয়ায়। ধারাপুরে বোমাবাজি, করিমপুরে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষের সঙ্গেই গয়েশপুরেও মার খেলেন বাম এজেন্টরা। ভোটের হিংসার হাত থেকে রেহাই পেলেন না শিক্ষক-অধ্যাপকও।

নদীয়ার চাকদায় ভোট  দিতে গিয়ে আক্রান্ত হন প্রাক্তন প্রধান শিক্ষক, তাঁর শিক্ষিকা স্ত্রী ও মেয়ে। চাকদা কলেজ বুথে ভোট দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। । ভোট দিতে যাওয়ার সময়ই তাঁদের ওপর হামলা হয় বলে অভিযোগ। লাঠি দিয়ে মেরে হাতের আঙুল ফাটিয়ে দেওয়া হয় শিক্ষকের।  চাকদা থানায় অভিযোগ দায়ের করেছেন শিক্ষক।

ভোট দিতে বাধা কল্যাণীর বিবেকানন্দ কলোনিতে। প্রতিবাদ করায় মেরে ভেঙে দেওয়া হয় অধ্যাপকের হাত। দুষ্কৃতীদের মারধরে গুরুতর জখম হন কল্যাণী পলিটেকনিক কলেজের প্রফেসর। তবে, দুষ্কৃতীদের চোখরাঙানিকে উপেক্ষা করে অধ্যাপকের স্ত্রী বলেন, “যে বাধাই আসুক তিনি ভোট দেবেন।”

.