ভুঁইফোড় সংস্থার ব্রান্ড অ্যাম্বাসাডার ছিলেন তাপস পালও
এবার বেআইনি ভুঁইফোড় আর্থিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাপস পাল। কোম্পানীর প্রোফাইলেও মিলল তাঁর ছবি। তৃণমূল সাংসদের আশ্বাসেই অনেকে অ্যাস্ট্রলাইফ নামে ওই সংস্থায় টাকা রাখেন বলে অভিযোগ। নেতাজি ইন্ডোরে সংস্থার অনুষ্ঠানে প্রধান অতিথিও শাসক দলের সাংসদকে।
এবার বেআইনি ভুঁইফোড় আর্থিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাপস পাল। কোম্পানীর প্রোফাইলেও মিলল তাঁর ছবি। তৃণমূল সাংসদের আশ্বাসেই অনেকে অ্যাস্ট্রলাইফ নামে ওই সংস্থায় টাকা রাখেন বলে অভিযোগ। নেতাজি ইন্ডোরে সংস্থার অনুষ্ঠানে প্রধান অতিথিও শাসক দলের সাংসদকে।
সারদাকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী সাংসদের। এবার অ্যাস্ট্রোলাইফ নামে একটি ভুঁইফোর সংস্থার সঙ্গে নাম জড়ালো তৃণমূল সাংসদ তাপস পালের। ওই সংস্থার ব্যান্ড অ্যাম্বসাডরও তিনি। কোম্পানীর প্রোফাইলেও রয়েছে তাঁর ছবি।
মূলত প্রডাক্ট আর মানি মার্কেটের ব্যবসা করত অ্যাস্ট্রো লাইফ। বেশিরভাগ ব্যবসাই ছিল অনলাইনে। ২০১০ সালে পাততারি গুটিয়ে ফেলে অ্যাস্ট্রো লাইফ। অথচ নেতাজি ইন্ডোরে সংস্থার অনুষ্ঠানে প্রধান অতিথি তাপস পালের গলায় ভুঁইফোর সংস্থাকে দরাজ সার্টিফিকেট।