আট মাস পর কৃষ্ণনগরে এসে তাপস পাল বললেন, 'সব ভুলে ভাল হয়ে থাকতে চাই'
পুরনো বছরের যাবতীয় কথা ভুলে যেতে চাইছেন তাপস পাল। কুকথা কাণ্ডের দীর্ঘ আট মাস পর নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে এসে সাংবাদিকদের একথা বললেন তাপস পাল। তিনি বলেন, নতুন বছরে ভাল হয়ে থাকতে চান। নদিয়ার নাকাশিপাড়ার চৌমাহায় দলীয় সভায় তৃণমূলের অভিনেতা সাংসদের মন্তব্য ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি।
ওয়েব ডেস্ক: পুরনো বছরের যাবতীয় কথা ভুলে যেতে চাইছেন তাপস পাল। কুকথা কাণ্ডের দীর্ঘ আট মাস পর নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে এসে সাংবাদিকদের একথা বললেন তাপস পাল। তিনি বলেন, নতুন বছরে ভাল হয়ে থাকতে চান। নদিয়ার নাকাশিপাড়ার চৌমাহায় দলীয় সভায় তৃণমূলের অভিনেতা সাংসদের মন্তব্য ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি।
বিতর্কের ঝড় উঠেছিল দেশের সংসদেও। দলের কাছে ক্ষমা চেয়ে পার পেলেও লাগাতার বিরোধীদের নিশানায় ছিল তাপস পাল কাণ্ড। সাময়িকভাবে সংসদে বেশ কিছুদিন গরহাজির ছিলেন তিনি। সেই কাণ্ডের পর আট মাসে আর একবারও নিজের নির্বাচনী কেন্দ্রে যাননি তাপস পাল। কুকথা কাণ্ডের জেরেই কী তবে তিনি এতদিন কৃষ্ণনগর এড়িয়ে গিয়েছেন? সেকথা কিন্তু সরাসরি স্বীকার করতে চাননি তাপস পাল। তাঁর দাবি, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।