অরূপ কাণ্ডের ছায়া মেদিনীপুরে, মহিলাদের কটূক্তির প্রতিবাদ করে গুরুতর আহত প্রতিবাদী
ফের আক্রান্ত প্রতিবাদী। মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় পূর্ব মেদিনীপুরের তমলুক থানার শঙ্করআড়া গ্রামে আক্রান্ত স্বপন সিং। মারধরে গুরুতর চোট লেগেছে তাঁর মাথায়। ভর্তি করা হয়েছে তমলুক জেলা হাসপাতালে।
স্কুলের পাশে কালভার্ট। সেখানেই দিনে-দুপুরে বসে মদ-জুয়ার আসর। আসর থেকেই পথ চলতি মহিলা ও ছাত্রীদের উদ্দেশে উড়ে আসে কটূক্তি। অথচ কেউ প্রতিবাদ করার সাহস দেখাননি। কিন্তু চুপ থাকেননি শঙ্করআড়া গ্রামের বাসিন্দা স্বপন সিং। প্রতিবাদ করেন তিনি। তারপর? অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। গলা টিপে খুন করার চেষ্টাও করা হয়। এরপর ট্রাকের গায়ে ঠুকে দেওয়া হয় মাথা। রক্তাক্ত অবস্থায় থানায় ছুটে যানস্বপন। অভিযোগ জানিয়ে হাসপাতালে যাওয়ার পথে ফের হামলা। এবার রাস্তায় ফেলে মার।
শেষ পর্যন্ত স্বপন সিংকে উদ্ধার করেন হাসপাতাল কর্মীরা। আপাতত তমলুক জেলা হাসপাতালে ভর্তি প্রতিবাদী যুবক।