স্বচ্ছ ভারত অভিযানে এগিয়ে বাংলার হালিশহর, কলকাতা ৫৬ তে

পালাবদলের পর ক্ষমতায় এসেই মোদী সরকারের প্রাথমিক কিছু পরিকল্পনার মধ্যে অন্যতম একটি ছিল স্বচ্ছ ভারত অভিযান। গঙ্গার দূষণরোধ, বেটি বাঁচাও প্রকল্পের মতই সারা দেশ ব্যাপী স্বচ্ছ ভারত অভিযানে নিজেদের সামিল হওয়ার অনুরোধ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা মতই কাজ। দেশের সব রাজ্য গুলির মতই স্বচ্ছ ভারত গড়তে নেমেছিল পশ্চিমাবংলা। আর তাতেই প্রথম সারিতে উঠে এল বাংলার হালিশহর। প্রথম ১০টি স্বচ্ছ শহরের মধ্যে হালিশহর রয়েছে  ৯ নম্বরে। তুলনায় অনেকটাই পিছিয়ে রাজ্যের রাজধানী কলকাতা। তালিকা অনুযায়ী কলকাতা রয়েছে ৫৬ নম্বরে। তুলনামূলক ভাবে অনেকটাই পিছিয়ে দার্জিলিং শহরও। ১ নম্বর স্থানে রয়েছে কর্নাটকের মাইসোর। আর যেখান থেকে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল, সেই বারাণসীই স্বচ্ছতার নিরিখে রয়েছে ৪১৮ নম্বরে।  

Updated By: Aug 9, 2015, 06:39 PM IST
স্বচ্ছ ভারত অভিযানে এগিয়ে বাংলার হালিশহর, কলকাতা ৫৬ তে

ওয়েব ডেস্ক: পালাবদলের পর ক্ষমতায় এসেই মোদী সরকারের প্রাথমিক কিছু পরিকল্পনার মধ্যে অন্যতম একটি ছিল স্বচ্ছ ভারত অভিযান। গঙ্গার দূষণরোধ, বেটি বাঁচাও প্রকল্পের মতই সারা দেশ ব্যাপী স্বচ্ছ ভারত অভিযানে নিজেদের সামিল হওয়ার অনুরোধ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা মতই কাজ। দেশের সব রাজ্য গুলির মতই স্বচ্ছ ভারত গড়তে নেমেছিল পশ্চিমাবংলা। আর তাতেই প্রথম সারিতে উঠে এল বাংলার হালিশহর। প্রথম ১০টি স্বচ্ছ শহরের মধ্যে হালিশহর রয়েছে  ৯ নম্বরে। তুলনায় অনেকটাই পিছিয়ে রাজ্যের রাজধানী কলকাতা। তালিকা অনুযায়ী কলকাতা রয়েছে ৫৬ নম্বরে। তুলনামূলক ভাবে অনেকটাই পিছিয়ে দার্জিলিং শহরও। ১ নম্বর স্থানে রয়েছে কর্নাটকের মাইসোর। আর যেখান থেকে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল, সেই বারাণসীই স্বচ্ছতার নিরিখে রয়েছে ৪১৮ নম্বরে।  

 

.