সন্তোষকে দেখতে গেলেন সূর্যকান্ত

উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌঁছে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বৈঠকে ছিলেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকারসহ জেলার শীর্ষ বাম নেতারা। বৈঠক শেষে অসুস্থ এসএফআই নেতা সন্তোষ সাহানিকে দেখতে উত্তরবঙ্গ মেডিক্যালে যান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পুলিস হেফাজতে হাসপাতালে থাকাকালীন পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়েছিল সন্তোষ সাহানিকে।

Updated By: Apr 19, 2013, 02:48 PM IST

উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌঁছে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বৈঠকে ছিলেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকারসহ জেলার শীর্ষ বাম নেতারা। বৈঠক শেষে অসুস্থ এসএফআই নেতা সন্তোষ সাহানিকে দেখতে  উত্তরবঙ্গ মেডিক্যালে যান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পুলিস হেফাজতে হাসপাতালে থাকাকালীন পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়েছিল সন্তোষ সাহানিকে।
২৪ ঘণ্টার খবরের জেরে রাজ্য মানবাধিকার কমিশন আইজি উত্তরবঙ্গকে ঘটনার তদন্ত করে সাত দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেয়। এরপরই তড়িঘড়ি পায়ের বেড়ি খুলে দেওয়া হয় সন্তোষের। বিকেলে শিলিগুড়িতে একটি নাগরিক সভার আয়োজন করা হয়েছে বামেদের তরফে।    

.