ডাইনি অপবাদে গ্রামছাড়া বাঁকুড়ার এক দশম শ্রেণির ছাত্রী
ডাইনি অপবাদে গ্রামছাড়া বাঁকুড়ার এক দশম শ্রেণির ছাত্রী। রাইপুর থানার বানাখাড়াং গ্রামে বেড়াতে এসে মাস পাঁচেক আগে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। অসুস্থ অবস্থায় তিনি ওই ছাত্রীর নাম ধরে ডাকেন। এরপরেই জানগুরুর নির্দেশে গ্রামে রটে যায় ওই ছাত্রী আসলে ডাইনি।
ওয়েব ডেস্ক: ডাইনি অপবাদে গ্রামছাড়া বাঁকুড়ার এক দশম শ্রেণির ছাত্রী। রাইপুর থানার বানাখাড়াং গ্রামে বেড়াতে এসে মাস পাঁচেক আগে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। অসুস্থ অবস্থায় তিনি ওই ছাত্রীর নাম ধরে ডাকেন। এরপরেই জানগুরুর নির্দেশে গ্রামে রটে যায় ওই ছাত্রী আসলে ডাইনি।
আরও পড়ুন- মালবাজারে দামাল হাতি
মোড়লদের নিদানে গয়ায় মোটা টাকার পুজো দেয় ছাত্রীর পরিবার। তাতেও অবশ্য রেহাই পায়নি ছাত্রী। গ্রামের কেউ অসুস্থ হলেই তাকে দায়ী করে মোড়লরা। তাকে গ্রামছাড়ার হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত আতঙ্কে গ্রাম ছাড়ে ওই ছাত্রী। অভিযোগ জানিয়ে রাইপুর থানার দ্বারস্থ হন ছাত্রীর বাবা। তাঁদের দাবি, অভিযোগে পেলেও কোনও পদক্ষেপই নেয়নি থানা। শেষ পর্যন্ত গ্রামে ফেরার জন্য জেলা পুলিস সুপারের দ্বারস্থ হয়েছে ওই ছাত্রী।