নির্মমতা জীবন কাড়লেও সাফল্য সঙ্গী রইল সুপর্ণার
সাফল্যের মুখ দেখা হল না সুপর্ণার। তার আগেই চলে যেতে হয়েছে তাকে। মাধ্যমিক পরীক্ষা দিয়েও জানা হল না ফলাফল। মেয়ের ৭২.৮% নম্বর পাওয়া মার্কশিট আজ শুধুই স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা বাবা, মায়ের।
ওয়েব ডেস্ক: সাফল্যের মুখ দেখা হল না সুপর্ণার। তার আগেই চলে যেতে হয়েছে তাকে। মাধ্যমিক পরীক্ষা দিয়েও জানা হল না ফলাফল। মেয়ের ৭২.৮% নম্বর পাওয়া মার্কশিট আজ শুধুই স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা বাবা, মায়ের।
বেশ কিছুদিন ধরেই দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানা এলাকার সুপর্ণাকে কটূক্তি করল গঙ্গা দাস নামে এক যুবক। বারবার প্রেমের প্রস্তাবে সাড়া মেলেনি। তাই শেষপর্যন্ত আক্রোশে তাকে বাইকে পিষে মারে গঙ্গা ও তার দুই সঙ্গী।
মাধ্যমিকের রেজাল্ট বেরনোর ঠিক ৫ দিন আগে রবিবার মায়ের সঙ্গে যখন জল আনতে গিয়েছিল সুপর্ণা তখনই তাকে দেখে কটূক্তি করতে শুরু করে ওই যুবকরা এরপরই বাইকে পিষে মারে তাকে। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে, কিন্তু ফল জানার আগেই পুরুষতান্ত্রিক সমাজের আক্রোশে প্রাণ হালার সুপর্ণা।