কাটোয়ার কংগ্রেস বিধায়কও হয়তো দলে ছেড়ে তৃণমূলে যাচ্ছেন
কংগ্রেসে ফের ভাঙনের সম্ভাবনা। কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দল ছাড়তে পারেন। যোগ দিতে পারেন তৃণমূলে। কংগ্রেস ছাড়তে পারেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জিও।
ওয়েব ডেস্ক: কংগ্রেসে ফের ভাঙনের সম্ভাবনা। কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দল ছাড়তে পারেন। যোগ দিতে পারেন তৃণমূলে। কংগ্রেস ছাড়তে পারেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জিও।
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন। এই বৈঠক নিয়েই জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে আজকের বৈঠকের পরেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন কাটোয়ার বিধায়ক।
এদিকে, স্কোর ছিল ১০-১০। তবে শেষ রাউন্ডে তাই হয়ে দাঁড়াল ১৩-৭। নিট রেজাল্ট, কাটোয়া পুরসভা চলে গেল তৃণমূলের দখলে। একেবারে শপথগ্রহণের দিন, কংগ্রেসের তিন কাউন্সিলর দল বদলে চলে গেলেন তৃণমূলে। ম্যাজিক ফিগার হাতে নিয়েই শাসক দল সেখানে বোর্ড গঠন করছে। দল ভাঙানোর খেলা খেলছে তৃণমূল। এই অভিযোগে সরব বিরোধীরা।
মুর্শিদাবাদের ধূলিয়ান পুরসভায় বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। গোপন ভোটাভুটিতে চেয়ারম্যান হলেন সুবল দাস। ভোটে বিজেপি-র টিকিটে জয়ী হলেও, পরে তিনি তৃণমূলে যোগ দেন। ২১ আসনের ধূলিয়ান পুরসভায়, তৃণমূল ৬টি আসন পেয়েছিল। পরবর্তীকালে অন্যান্য দলের আরও পাঁচ সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে তাঁদের আসন সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১য়। কংগ্রেসের হাতে রয়েছে নটি আসন। বিরোধীদের অভিযোগ, ক্ষমতা দখলের জন্য অন্য দল ভাঙিয়ে নিজেদের ঘরে লোক টেনেছে শাসকপক্ষ।