বইছে তাপপ্রবাহ, তার মধ্যেই প্রচার সারলেন প্রার্থীরা

চৈত্রের শেষদিকেই তাপমাত্রার পারদ ক্রমশ মাত্রা ছাড়া। সেসব উপেক্ষা করেই চলছে প্রার্থীদের ভোটপ্রচার। তবে গরমের দাপট থেকে বাঁচতে সতর্ক তাঁরা। প্রচারপর্ব চলছে সকাল এবং সন্ধেয়।পরণে হাল্কা সুতির পোশাক। সঙ্গে থাকছে টক দই আর পাতি লেবু। তবে ভাবমূর্তি সম্পর্কে সতর্ক সকলেই। ব্যবহার করছেন না এ সি গাড়ি। এভাবেই তীব্র গরমকে কৌশলে মোকাবিলা করে জেলায় জেলায় চলছে প্রার্থীদের ভোটপ্রচার।

Updated By: Mar 30, 2014, 09:03 PM IST

চৈত্রের শেষদিকেই তাপমাত্রার পারদ ক্রমশ মাত্রা ছাড়া। সেসব উপেক্ষা করেই চলছে প্রার্থীদের ভোটপ্রচার। তবে গরমের দাপট থেকে বাঁচতে সতর্ক তাঁরা। প্রচারপর্ব চলছে সকাল এবং সন্ধেয়।পরণে হাল্কা সুতির পোশাক। সঙ্গে থাকছে টক দই আর পাতি লেবু। তবে ভাবমূর্তি সম্পর্কে সতর্ক সকলেই। ব্যবহার করছেন না এ সি গাড়ি। এভাবেই তীব্র গরমকে কৌশলে মোকাবিলা করে জেলায় জেলায় চলছে প্রার্থীদের ভোটপ্রচার।

চৈত্রের শেষদিকেই তাপমাত্রার পারদ ক্রমশ মাত্রা ছাড়া। সেসব উপেক্ষা করেই চলছে প্রার্থীদের ভোটপ্রচার। তবে গরমের দাপট থেকে বাঁচতে সতর্ক তাঁরা। প্রচারপর্ব চলছে সকাল এবং সন্ধেয় । পরণে হাল্কা সুতির পোশাক। সঙ্গে থাকছে টক দই আর পাতি লেবু। তবে ভাবমূর্তি সম্পর্কে সতর্ক সকলেই। ব্যবহার করছেন না এ সি গাড়ি। এভাবেই তীব্র গরমকে কৌশলে মোকাবিলা করে জেলায় জেলায় চলছে প্রার্থীদের ভোটপ্রচার। প্রবল গরম উপেক্ষা করেই রবিবাসরীয় প্রচারে সামিল হলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। জে কে নগর, চালুই, রোতিবাটি সহ একাধিক এলাকায় রোড শো করলেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে বাইকে চেপেই নেমেছিলেন জনসংযোগে।

বাইরে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি। বইছে লু। রাস্তাঘাট সকাল নটা না বাজতেই শুনসান। বাঁকুড়া জেলার ছবিটা এখন এই রকম। তাতে অবশ্য পরোয়া নেই প্রার্থীদের। ভোটের আগে সময় নষ্ট করতে রাজি নন কেউই। গরমের চোখরাঙানি উপেক্ষা করে অন্যান্য দিনের মতো রবিবারও প্রচারে নেমে পড়েন প্রার্থীরা।

এবার চৈত্রের শেষেই চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা। সকাল থেকেই চড়া রোদ। তবে গরম উপেক্ষা করে রবিবার সকাল থেকেই মেমারির বিভিন্ন এলাকায় ভোট প্রচার সারলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস। পিছিয়ে নেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুমতাজ সংঘমিতা চৌধুরী। কড়া রোদ উপেক্ষা করেই এদিন দলীয় কর্মীসমর্থকদের নিয়ে মিছিল করলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।

গরমের মধ্যেই রবিবার প্রচার সারলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। সকালে আন্দুলের বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি। বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ভোটারদের সঙ্গে।

.