তাড়া খেয়ে চিতা চড়ল গাছে

গ্রামবাসীদের তাড়া খেয়ে গাছে আশ্রয় নিল চিতাবাঘ। এখনও পর্যন্ত ঘন পাতার আডালেই লুকিয়ে চিতাবাঘটি। এঘটনা ঘটেছে আলিপুর দুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারভাঙা এলাকায়। গতকাল রাতেই চিতাবাঘটিকে গ্রামের মধ্যেই দেখতে পান বাসিন্দারা। খবর পেয়ে ফাঁদ পাতে বন দফতর।

Updated By: Mar 30, 2014, 08:44 PM IST

গ্রামবাসীদের তাড়া খেয়ে গাছে আশ্রয় নিল চিতাবাঘ। এখনও পর্যন্ত ঘন পাতার আডালেই লুকিয়ে চিতাবাঘটি। এঘটনা ঘটেছে আলিপুর দুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারভাঙা এলাকায়। গতকাল রাতেই চিতাবাঘটিকে গ্রামের মধ্যেই দেখতে পান বাসিন্দারা। খবর পেয়ে ফাঁদ পাতে বন দফতর।

কিন্তু ফাঁদ এড়িয়ে রাতেই কয়েকটি বাড়িতে হানা দিয়ে ছাগল ও মুরগি মেরে খায় চিতাবাঘ। সকালে ফের চিতাবাঘটিকে দেখতে পান গ্রামবাসীরা। তাঁদের তাড়া খেয়ে গাছের ওপরে আশ্রয় নেয় চিতাবাঘটি। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধের সময় ঘুমপাড়ানি গুলি দিয়ে চিতাবাঘটিকে কাবু করার চেষ্টা করা হবে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে ওই গ্রামে।

.