এসইউসিআই প্রার্থীর শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূলের

এসইউসিআইয়ের জেলা পরিষদ প্রার্থীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুরের। গতকাল স্থানীয় স্কুলে বসে ছিলেন অঙ্গনওয়ারির কর্মী ওই মহিলা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা নির্মল সামন্ত তাঁর দলবল নিয়ে গতকাল ক্লাসের ভিতর থেকেই টেনে বের করে আনেন এসইউসিআইয়ের ওই মহিলা প্রার্থীকে।

Updated By: Jul 20, 2013, 02:59 PM IST

এসইউসিআইয়ের জেলা পরিষদ প্রার্থীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুরের। গতকাল স্থানীয় স্কুলে বসে ছিলেন অঙ্গনওয়ারির কর্মী ওই মহিলা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা নির্মল সামন্ত তাঁর দলবল নিয়ে গতকাল ক্লাসের ভিতর থেকেই টেনে বের করে আনেন এসইউসিআইয়ের ওই মহিলা প্রার্থীকে।
এরপর স্কুলের মাঠে নিয়ে গিয়ে তাঁকে বিবস্ত্র করে ব্যাপকভাবে মারধর করা হয় বলে অভিযোগ। বাধা দিতে যান ওই মহিলার ছেলে। তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকেও মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি ওই মহিলা। অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই ওই মহিলা প্রার্থীর বাড়িতে ক্রমাগত হুমকি দিচ্ছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। ১৫ জুলাই পূর্বমেদিনীপুরে দ্বিতীয় দফার ভোটে তাঁর বাড়িতে হামলাও চালানো হয়। ষোলোই জুলাই এঘটনায় স্থানীয় থানা ও তমলুকের পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন ওই মহিলা প্রার্থী। এরপরই গতকাল তাঁর ওপর হামলা চালানো হয়। বর্তমানে চরম আতঙ্কে রয়েছেন ওই মহিলা ও তাঁর পরিবার।

.