চোর অপবাদ দেওয়ায় কোলাঘাটে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্র

সহপাঠীর টাকা চুরির অভিযোগে স্কুলে তল্লাসি। পরের দিনই বিষ খেয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে কোলাঘাটের ক্ষেত্রহাট গ্রামে। চুরির অপবাদ দেওয়ায় অপমানে ওই ছাত্রী বিষ খায় বলে অভিযোগ পরিবারের।

Updated By: Feb 2, 2014, 11:38 AM IST

সহপাঠীর টাকা চুরির অভিযোগে স্কুলে তল্লাসি। পরের দিনই বিষ খেয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে কোলাঘাটের ক্ষেত্রহাট গ্রামে। চুরির অপবাদ দেওয়ায় অপমানে ওই ছাত্রী বিষ খায় বলে অভিযোগ পরিবারের।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ক্ষেত্রহাট হারাধন ইনস্টিটিউশনে ক্লাস টেনের ছাত্রী ছিল সুমিত্রা সামন্ত। শুক্রবার, সুমিত্রার সহপাঠী পার্বতী রায় চৌধুরী প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করে , তার ব্যাগ থেকে ছশো তিরিশ টাকা চুরি গেছে। প্রধান শিক্ষক অজয় কুমার ঘোড়ুই শিক্ষিকা সোমা পালকে দায়িত্ব দেন ক্লাসের সব মেয়ের ব্যাগ খুঁজে দেখার। তল্লাসিতে সুমিত্রার ব্যাগ থেকে পার্বতীর জ্যামিতি বক্স মেলে। যদিও তাতে টাকা ছিল না। এরপর, ক্লাস থেকে অন্য ছাত্রীদের বের করে দিয়ে ওই শিক্ষিকা সুমিত্রা ও আরেক জনকে আলাদা ভাবে তল্লাসি করেন বলে অভিযোগ। দ্বিতীয়বার তল্লাসির পরও সুমিত্রার কাছে টাকা মেলেনি।

শুক্রবারই, ঘটনার কথা সুমিত্রার বাড়ির লোককে জানায় স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার, বাড়ি ফেরার পর থেকেই মনমরা হয়ে ছিল সুমিত্রা। রাতে সে ঠিকমতো খায়নি বলে জানিয়েছেন বাড়ির লোকেরা। শনিবার সকালে বিষ খায় সুমিত্রা। তমলুক জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।সুমিত্রার দেহের ময়না তদন্ত করা হচ্ছে। পরিবারের তরফে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

.