ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, ৭ সিনিয়র ছাত্রকে সাসপেন্ড কর্তৃপক্ষের
বিশ্বভারতীতে ছাত্রবিক্ষোভের জের। জুনিয়র ছাত্রছাত্রীদের ধরনায় বসতে প্ররোচনা দেওয়ার অভিযোগে সাসপেন্ড করে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের সাত সিনিয়র পড়ুয়াকে। অবিলম্বে তাঁদের হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বোলপুর: বিশ্বভারতীতে ছাত্রবিক্ষোভের জের। জুনিয়র ছাত্রছাত্রীদের ধরনায় বসতে প্ররোচনা দেওয়ার অভিযোগে সাসপেন্ড করে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের সাত সিনিয়র পড়ুয়াকে। অবিলম্বে তাঁদের হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাসপেন্ড হওয়া পড়ুয়ারা কেউ এমএসসি কেমিস্ট্রি, কেউ আবার ইকনমিক্স কিংবা বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।
বিশ্বভারতীর ইন্টারন্যাল কোটা তুলে দেওয়ার প্রতিবাদে কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের ঢোকার পথেও বিক্ষোভ দেখানো হয়। পথ অবরোধ করেন পড়ুয়ারা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই ওই সাত পড়ুয়াকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা তুলে দেওয়ার সিদ্ধান্তে এখনও অনড় কর্তৃপক্ষ।