সমর্থন ও বিরোধিতায় জেলায় জেলায় মিছিল

ধর্মঘটের সমর্থনে রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার মিছিল করে একাধিক সংগঠন। কয়েকটি জায়গায় ধর্মঘটের সমর্থকদের মিছিলে হামলার অভিযোগও উঠেছে।  ১১টি সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘটের সমর্থনে দিল্লিতে যেমন মুখ খুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তেমনই এ রাজ্যেও জোরদার সওয়াল করেছেন শ্রমিক সংগঠনের নেতারা। সোমবার কলকাতা ও রাজ্যের অন্যত্র ধর্মঘটের সমর্থনে মিছিলও হয়েছে ধর্মঘটের সমর্থনে।

Updated By: Feb 27, 2012, 11:11 PM IST

ধর্মঘটের সমর্থনে রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার মিছিল করে একাধিক সংগঠন। কয়েকটি জায়গায় ধর্মঘটের সমর্থকদের মিছিলে হামলার অভিযোগও উঠেছে।  ১১টি সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘটের সমর্থনে দিল্লিতে যেমন মুখ খুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তেমনই এ রাজ্যেও জোরদার সওয়াল করেছেন শ্রমিক সংগঠনের নেতারা। সোমবার কলকাতা ও রাজ্যের অন্যত্র ধর্মঘটের সমর্থনে মিছিলও হয়েছে ধর্মঘটের সমর্থনে।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ধর্মঘটের সমর্থনে মিছিল হয়েছে সর্বত্র। শিলিগুড়িতে ট্রেড ইউনিয়নের কর্মী সদস্যরা মিছিল করে শহর পরিক্রমা করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার। ছিলেন সিপিআইয়ের উজ্জ্বল চৌধুরী। মুর্শিদাবাদের বহরমপুরে সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয় মিছিল। টেক্সটাইল মোড়, বাসস্ট্যান্ড, লালদিঘি হয়ে মিছিল শেষ হয় গোরাবাজারে। নদিয়ার কৃষ্ণনগরে ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে বামফ্রন্ট। ধর্মঘটের বিরোধিতায় মিছিল করেছে তৃণমূল কংগ্রেস।
সাধারণ ধর্মঘটের সমর্থনে বাঁকুড়ায় জেলা গ্রন্থাগার থেকে শুরু হয় বামপন্থী ট্রেড ইউনিয়নের মিছিল। মিছিল শেষ হয় লালবাজারে। অসংখ্য মানুষ মিছিলে পা মেলান। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা ও প্রাক্তন স্কুলশিক্ষা মন্ত্রী  পার্থ দে। ধর্মঘটকে সমর্থন জানিয়ে মঙ্গলবার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন খড়গপুর স্টেশনের ভেন্ডররা।  দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাসতে ধর্মঘটের সমর্থনে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি মিছিল করে। বর্ধমানে কোর্ট চত্বর থেকে শুরু হয় মিছিল। শেষ হয় রাজবাটিতে। সদ্য নিহত সিপিআইএম নেতা কমল গায়েনের স্ত্রী কাকলি গায়েনও মিছিলে অংশ নেন। ছিলেন জেলার শ্রমিক নেতারা। ধর্মঘটের বিরোধিতায় মালদায় মিছিল করেছে তৃণমূল কংগ্রেস।
 

.