বিষমদ কাণ্ডের মামলা স্থানান্তর
সংগ্রামপুর বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশা সমেত ১৪ জনের বিচার প্রক্রিয়াটি দায়রা আদালতে স্থানান্তরিত হল। মামলার পরবর্তী শুনানি ৯ মার্চ। সোমবার খোঁড়া বাদশা, তার স্ত্রী নূরজাহান সমেত ১৪ জন অভিযুক্তকে ডায়মন্ড হারবার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৌ চট্টোপাধ্যায়ের এজলাসে তোলা হয়।
সংগ্রামপুর বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশা সমেত ১৪ জনের বিচার প্রক্রিয়াটি দায়রা আদালতে স্থানান্তরিত হল। মামলার পরবর্তী শুনানি ৯ মার্চ। সোমবার খোঁড়া বাদশা, তার স্ত্রী নূরজাহান সমেত ১৪ জন অভিযুক্তকে ডায়মন্ড হারবার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৌ চট্টোপাধ্যায়ের এজলাসে তোলা হয়। অভিযুক্তদের আইনজীবী ফের একবার জামিয়ের আবেদন জানালেন তা খারিজ হয়ে যায়। এর পর বিচারক মামলাটি স্থানান্তরিত করার নির্দেশ দেন। পরবর্তী শুনানি পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।