আজ পাহাড়ে বনধের অষ্টমদিন, মোর্চা-রাজ্য সংঘাত তুঙ্গে

গোর্খা জনমুক্তি মোর্চার ওপর রাজ্য সরকারের চাপ অব্যাহত। আজ অষ্টম দিনে পড়ল মোর্চার অনির্দিষ্টকালের বনধ। সকাল থেকে শুরু হয়েছে মোর্চা কর্মী সমর্থকদের বিক্ষোভ। দার্জিলিংয়ে জেলাশাসক ভবনের সামনে বিক্ষোভ দেখান কয়েক হাজার মোর্চা কর্মী সমর্থক।

Updated By: Aug 10, 2013, 12:54 PM IST

গোর্খা জনমুক্তি মোর্চার ওপর রাজ্য সরকারের চাপ অব্যাহত। আজ অষ্টম দিনে পড়ল মোর্চার অনির্দিষ্টকালের বনধ। সকাল থেকে শুরু হয়েছে মোর্চা কর্মী সমর্থকদের বিক্ষোভ। দার্জিলিংয়ে জেলাশাসক ভবনের সামনে বিক্ষোভ দেখান কয়েক হাজার মোর্চা কর্মী সমর্থক।
কালিম্পংয়েও সকালে বিক্ষোভ হয়। গতরাতে গ্রেফতার করা হয় মোর্চা নেতা নারায়ণ প্রধানকে। গতকালই পাহাড়ে কেবল পরিষেবা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। তবে রাজ্যের চাপের কাছে নতিস্বীকার করতে রাজি নয় মোর্চা। আন্দোলন আরও তীব্র করার হঁশিয়ারি দিয়েছে মোর্চা নেতৃত্ব। পাহাড়ে মোবাইলের সমস্ত টাওয়ার খুলে নেওয়ার হুমকি দিয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং।

.