দামাল দাঁতালের দাপটে নাজেহাল বাপিবড়া গ্রাম

দামাল দাঁতালের খানা-পিনার চক্করে ঘুম ছুটেছে পুরুলিয়ার বাপিবড়া গ্রামের বাসিন্দাদের। কখনও চাষের জমিতে ঢুকে ফসল খেয়ে নেওয়া, তো কখনও আবার জলাশয়ে নেমে স্নান, জলপান, সবই চলছে বহাল তবিয়তে। শুধু মন নেই জঙ্গলে ফেরার দিকেই। গত কয়েকদিন পুরুলিয়ার পঞ্চকূট পাহাড়ে ঘাঁটি গেড়ে থাকার পর শুক্রবারই নেমে এসেছে দলছুট এই দাঁতাল।

Updated By: Aug 10, 2013, 10:30 AM IST

দামাল দাঁতালের খানা-পিনার চক্করে ঘুম ছুটেছে পুরুলিয়ার বাপিবড়া গ্রামের বাসিন্দাদের। কখনও চাষের জমিতে ঢুকে ফসল খেয়ে নেওয়া, তো কখনও আবার জলাশয়ে নেমে স্নান, জলপান, সবই চলছে বহাল তবিয়তে। শুধু মন নেই জঙ্গলে ফেরার দিকেই। গত কয়েকদিন পুরুলিয়ার পঞ্চকূট পাহাড়ে ঘাঁটি গেড়ে থাকার পর শুক্রবারই নেমে এসেছে দলছুট এই দাঁতাল।
৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এরপরের গন্তব্য মফসল থানার বাপিবড়া গ্রাম।
এত লম্বা যাত্রার ধকল সামলানো কি সোজা কথা! 
দুপুরে গ্রামে পৌঁছে গেলেও, অতিথিকে কেউ খেতেও ডাকলো না। কিন্তু দূর-ছাই করলেই কি যাওয়ার পাত্র সে?
নিজের খাওয়ার নিজেই জোগাড় করে তাই চলল ভোজনপর্ব।
এরপর স্নানের পালা।   
বনকর্মীরা এসে তাকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলেও কাজ হয়নি। বরং তাকে শান্ত রাখতে চলল হাজার-রকম চেষ্টা।     
হাতির দৌরাত্ম্যে প্রাণ ওষ্ঠাগত গ্রামের মানুষের।  
গ্রামবাসীদের এখন একটাই আকুতি, অতিথি তুম কব জায়োগে?
 

.